শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ওয়াফা একাডেমীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪

এরশাদ আলম, লোহাগাড়া: (২১ ফেব্রুয়ারি) ‘অমর একুশে’ ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লোহাগাড়া উপজেলার পদুয়া ৩নং ওয়ার্ডে অবস্থিত ইসলামী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ওয়াফা একাডেমী কর্তৃক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার সকালে সমদ আলী মুন্সির পাড়া সিকদার কমপ্লেক্স প্রাঙ্গণে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াফা চ্যারিটি অর্গনাইজেশনের চেয়ারম্যান ও ওয়াফা একাডেমীর প্রতিষ্ঠাতা মুহাম্মদ মুজিবুর রহমান। ওয়াফা একাডেমীর সুপার মাওলানা এস এম হালিম ও জিহান খালেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক শফিকুর রহমান, হারুনুর রশিদ, রমিজ আহমদ, স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ এহেসান,ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ওসমান গণি, মুক্তিযোদ্ধা সন্তান জহিরুল ইসলাম, আমানুল হক, সমাজসেবক লিয়াকত আলী,আব্দুল গাফ্ফার আনোয়ার, নোমান খালেদ, জসিম উদ্দিন, শাহাদত হোসেন, প্রবাসী মুহাম্মদ তৈয়ব, মো: শহীদ, মোজাম্মেল, হাশেম, আব্দুর রশিদ,আবুল মুসা, মো: আবু, মো:আমিন,মুহাম্মদ হোসেন,নুরুল ইসলাম, জোনাইদ সিকদার সহ অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এরপর সকল ভাষা শহীদের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।