রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

রাউজানের বাগোয়ানে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন দেড় হাজার রোগী

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):চট্টগ্রামের রাউজানে কোয়েপাড়া জনকল্যাণ মেডিকেল ট্রাষ্টের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত হয়েছে।
২৪ ফেব্রুয়ারি শনিবার উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামে সকাল ৯ টা থেকে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে আমেরিকা, ঢাকার পিজি হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে সহযোগিতা করেন স্থানীয় সামাজিক সংগঠন অনুপ্রেরণার অর্ধ শতাধিক স্বেচ্ছাসেবী। সকাল থেকেই বাগোয়ান, ড় পাহাড়তলী ছাড়াও রাউজানের বিভিন্ন এলাকা থেকে দেড় হাজারের অধিক নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে মেডিকেল ক্যাম্পে ছুটে আসেন।
আয়োজক জনকল্যাণ মেডিকেল ট্রাষ্টের সভাপতি
আনছারুল আলম চৌধুরী, সচিব জীবব্রত সেন বলেন, দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে এলাকার দেড় হাজার রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
চিকিৎসা ক্যাম্পে ২৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন। অতিথি ছিলেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভুপেষ বড়ুয়া, ট্রাস্টের উদ্যোক্তা এ ওয়াই এম শামসুল আলম চৌধুরী, কোষাধ্যক্ষ আরশাদুর রহমান, উপদেষ্টা ইউপি সদস্য আকলাছ হোসেন, শাহজান চৌধুরী,
ডা: মোকসেদ আলম চৌধুরী, প্রফেসর এজাজ আহমেদ,ডা: রুমানু ইয়াসিন, ডা: ওয়াসিম হাফিজ
সামাজিক সংগঠন অনুপ্রেরণার প্রধান পৃষ্ঠপোষক মিনহাজুল আলম চৌধুরী, ভাব বাংলাদেশের সহাকারি কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান, কোয়েপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দত্ত, মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া, কোয়েপাড়া জগৎ চন্দ্র সেন কৃষি ও শিল্প উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সোলাইমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় সংগঠক তানভীর চৌধুরী ও মো: তছলিম জানান, এলাকার গরীব ও অসচ্ছল রোগীদের চিকিৎসাসেবায় কোয়েপাড়া জনকল্যাণ মেডিকেল ট্রাষ্ট সেবার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।