আজ ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
নিউজ ডেস্ক: চট্টগ্রামের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান স্বপ্নযাত্রার উদ্যোগে আগামীকাল বান্দরবানের লামায় একটি ব্যতিক্রমী ছাতা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দরদরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত উৎসব সম্পন্ন হবে। কর্মসূচিতে স্কুলের বিভিন্ন শ্রেণীর প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করা হবে। বর্ষায় প্রত্যন্ত অঞ্চলের গরীব শিক্ষার্থীদের স্কুলমুখী করতে এমন উদ্যোগ বলে জানান স্বপ্নযাত্রার স্বেচ্ছাসেবকরা। কর্মসূচিতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানসহ বিভিন্ন স্বাপ্নিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান শেষে সম্প্রীতির বন্ধন গড়ে তুলতে একটি ছাতা র্যালী বের করা হবে। উল্লেখ্য, স্বেচ্ছাসেবী এই প্রতিষ্ঠানটি গত ৭ বছর ধরে ব্যতিক্রমী এই উৎসব পালন করে আসছে।