রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা যুব সমাজকে মাদক ও নেশামুক্ত করে- দস্তগীরুল হক

প্রকাশিত হয়েছে- শনিবার, ৯ মার্চ, ২০২৪

মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
পটিয়া উপজেলার অন্তর্গত বাথুয়া জুনিয়র ফুটবল একাদশ কর্তৃক আয়োজিত মিনি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট -২০২৪ ইং এর ফাইনাল খেলা বাথুয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ দস্তগীরুল হক,
উদ্ভোধক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জালাল উদ্দীন চৌধুরী, প্রধান বক্তা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ফেরদৌসুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা প্রণয় বড়ুয়া কচি, পটিয়া ফায়ার ষ্টেশনের লিডার তপু বড়ুয়া, আশিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ হারুনুর রশিদ, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি প্রিয়তোষ চৌধুরী,৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহেদ সওদাগর, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ রুহুল আমিন,সাবেক সহ-সম্পাদক মনজুর মোর্শেদ, আশিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের অর্থ সম্পাদক আবদুল মোতালেব, আশিয়া ইউনিয়ন যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম রিমু, মোঃ ফোরকান, ইমরান উদ্দিন রানা, আবির হোসেন জাবেদ, ব্যাংকার ইকবাল হান্নান, ডাঃআজমগীর, পটিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরমান চৌধুরী রায়হান, পরিবেশ বিষয়ক উপ সম্পাদক মোঃ নয়ন ইসলাম,ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক সিয়াম চৌধুরী, আশিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মিনহাজুর রহমান নোমান, সাইদুর রহমান, হেলাল চৌধুরী।

খেলায় চ্যাম্পিয়ন হন হাইদগাঁও হাজীপাড়া ফুটবল একাদশ এবং রানার আপ বাথুয়া মুজিবুর রহমান ফুটবল একাদশ। চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রপি ও পুরস্কারের নগদ অর্থ তুলে দেন খেলার প্রধান অতিথি, উদ্ভোধক ও প্রধান বক্তা।

উক্ত খেলায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা ছাত্র ও যুব সমাজকে মাদক, অনাচার ও নেশামুক্ত করতে সহায়ক ভূমিকা পালন করে। আর ঐতিহ্যগত ভাবে এই বাথুয়া গ্রাম অসাম্প্রদায়িক চেতনা ও মুক্ত সংস্কৃতি চর্চার চারণ ভুমি। সেই গ্রামের ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে কাধে কাধ মিলিয়ে এগিয়ে যেতে হবে। অতীতের ন্যায় প্রত্যেকটা ইতিবাচক ও মানবিক কাজে সম্মিলিতভাবে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।