শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

লোহাগাড়ায় রাতের আধাঁরে টিলা কেটে পোল্ট্রি ফার্ম’র জায়গা ভরাট

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

লোহাগাড়া প্রতিনিধি, চট্টগ্রাম:

চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আধাঁরে টিলা কেটে সাবাড় করা হয়েছে। ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গৌড়স্থান কাচারি ভিটা এলাকায় এই টিলা কাটা হচ্ছে।

স্থানীয়রা জানান, কিছুদিন যাবত রাতের আঁধারে এক্সকেভেটর দিয়ে টিলার মাটি কাটা শুরু করেছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। ইতোমধ্যে ইউনিয়নের বেশ কয়েকটি টিলা কেটে সাবাড় করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, কাচারি ভিটা এলাকাস্থ এন জাহান পোল্ট্রি ফিড এন্ড এগ্রোর উত্তর পাশে কাটা হচ্ছে একটি টিলা। টিলার মাটি দিয়ে পার্শ্ববর্তী এন জাহান পোল্ট্রি ফিডের জায়গা ভরাট করা হচ্ছে। টিলায় এখনো স্পষ্ট দেখা যাচ্ছে এক্সকেভেটরের দাঁত। এভাবে টিলা কাটায় নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। এছাড়া পোল্ট্রি ফিড এন্ড এগ্রো থেকে নির্গত উৎকট দূর্গন্ধে স্থানীয় ও পথচারীদের চরম দূর্ভোগ পোহাত হয়।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য মো. ইকবাল জানান, টিলা কাটার বিষয়টি স্থানীয়দের মাধ্যমে অবগত হয়েছি। কর্তনকৃত টিলা সরকারি খাস জায়গা বলে জানা গেছে।

এন জাহান পোল্ট্রি ফিড এন্ড এগ্রোতে দায়িত্বরত মো. রাশেদ জানান, কর্তনকৃত টিলার জায়গাটি তাদের খতিয়ানভূক্ত। তারা টিলার মাটি কাটছেন না। তবে জায়গা ভরাটের জন্য মাটি কিনে নিচ্ছেন। তাদের খতিয়ানভূক্ত টিলার মাটি অন্য কেউ কিভাবে কর্তন করছে জানতে চাইলে কোন সদোত্তর দিতে পারেননি তিনি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েলকে বিষয়টি হোয়াটসঅ্যাপে জানানো হলে কোন প্রতিক্রিয়া জানাননি। পরে ফোন করলে সাড়া পাওয়া যায়নি। তবে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. ইদ্রিস জানান, টিলা কাটার বিষয়টি খোঁজখবর নেয়ার জন্য এসিল্যান্ড মহোদয় তাকে নির্দেশ দিয়েছেন। এই ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।