আজ ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারীতে কাঁচাবাজার পাইকারি (সকাল স্টেশন রোডস্থ) ইজারা স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। বিগত ২৯ ফেব্রুয়ারি হাট বাজার/ সি,এন,জি ও ব্যাটারি চালিত অটো রিকশা স্ট্যান্ড ইজারা বিজ্ঞপ্তি প্রকাশে সংক্ষুব্ধ হইয়া মহামান্য হাই কোর্ট ডিভিশনে রিট পিটিশন নং ৩২৭৮/২০২৪ এ আদেশ দেন। পূর্ব দোহাজারীর মোহাম্মদ আবু ইউসুফ ‘র রিটে গতকাল বুধবার (২০ মার্চ) প্রাথমিক শুনানির পর বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। ইজারা বিজ্ঞপ্তিতে প্রকাশিত হাট বাজার তালিকার ক্রমিক ৫ এ উল্লেখিত “কৃষক পাইকারি সবজি বাজার সকাল (স্টেশন রোড দোহাজারী)” এর পরবর্তী সকল ইজারা কার্যক্রম স্থগিত ঘোষণা ক্রমে একটি আদেশ প্রদান করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোমিনুল ইসলাম চৌধুরী।
আইনজীবী মোমিনুল ইসলাম চৌধুরী বলেছেন, হাই কোর্ট ডিভিশনে গতকাল ২০ মার্চ শুনানি শেষে রিট পিটিশনে প্রার্থনা মতে রুল জারি করেন হাইকোর্ট। ইজারা বিজ্ঞপ্তিতে প্রকাশিত হাট বাজার তালিকার ক্রমিক ৫ এ উল্লেখিত “কৃষক পাইকারি সবজি বাজার সকাল (স্টেশন রোড দোহাজারী)” এর পরবর্তী সকল ইজারা কার্যক্রম স্থগিত ঘোষণা ক্রমে একটি আদেশ প্রদান করেন। এই বিষয়ে পৌর মেয়র লোকমান হাকিম স্থগিতাদেশ পাওয়ার কথা স্বীকার করে বলেছেন, আমরা হাইকোর্টে অভিযোগের জবাব দিব। অভিযোগ শুনানি না হওয়া পর্যন্ত আদেশ বহাল থাকবে।
<