মঙ্গলবার, ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৯শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

বাঁশখালীতে চাঁদা না দেয়ায় দোকানে হামলা চালিয়ে মাথা ফেটে দেয়ার অভিযোগ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

 

বাঁশখালী প্রতিনিধি :বাঁশখালীতে চাঁদা না দেয়ায় মুদি দোকানে ঢুকে দোকান মালিকের ছেলে হাবিবুল্লাহ চৌধুরীকে লোহার রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলাকারী মোহাম্মদ রায়হান পশ্চিম চাম্বল এলাকার খোরশেদ আহমদের ছেলে। (২৮ মার্চ) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম চাম্বল মুন্সিখীল ৩নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত হাবিবুল্লাহ চৌধুরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালে চিকিৎসাধীন হাবিবুল্লাহ চৌধুরীর পিতা নুরুল কবির চৌধুরী জানান, গতকাল আমি ব্যাংক থেকে কিছু টাকা উত্তোলন করি সেই টাকা দোকানে রাখি। প্রতিদিনের ন্যায় আজকেও সকালে দোকান খুলে আমার ছেলেকে দোকানে রেখে আমি একটি ব্যক্তিগত কাজে উপজেলা সদরে চলে আসি। এরই মধ্যে স্থানীয় খোরশেদ আহমদের ছেলে রায়হান আমার দোকানে এসে আমার কথা জানতে চায়। আমার ছেলে হাবিবউল্লাহ চৌধুরী আমি বাড়িতে নেই জানালে তারা আমার ছেলের কাছে টাকা দাবী করে। টাকা না দিলে দোকান করা যাবেনা বলেও সাফ জানিয়ে দেয় তারা। আমার ছেলে টাকা দিতে অস্বীকার করলে রায়হানের নেতৃত্বে সন্ত্রাসীরা আমার দোকানে ঢুকে আমার ছেলেকে লোহার রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। এতে সে মারাত্মকভাবে আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা আমার ছেলেকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।উল্লেখ্য, খোরশেদ আহমদ ও তার ছেলের বিরুদ্ধে স্থানীয় জনপ্রতিনিধিকে মারধরসহ বিভিন্ন অপরাধে থানায় একাধিক মামলা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এস আই কামরুল হাসান কায়কোবাদ জানান, চাম্বলের ঘটনার বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি।