আজ ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বাঁশখালী ক্রিকেট একাডেমির উদ্যোগে প্রতি বছরের ন্যায় বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের হত দরিদ্র ও অসহায়দের মধ্যে সীমিত সাধ্যের মধ্যে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাঁশখালী ক্রিকেট একাডেমির চেয়ারম্যান ও বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজান এবং একাডেমীর পরিচালক ও প্রধান কোচ সাংবাদিক মোহাম্মদ এরশাদের ব্যক্তিগত তহবিল থেকে এ সহযোগিতা প্রদান করা হয়।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ইফতার সামগ্রী বিতরণ করেন।
এসময় বিশেষ অথিতি ছিলেন,বাঁশখালী ক্রিকেট একাডেমির চেয়ারম্যান লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজান।এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক ও প্রধান কোচ মোহাম্মদ মোহাম্মদ এরশাদ, দৈনিক দৈনিক ইত্তেফাক ও দৈনিক সাঙ্গুর বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক শাহা মোহাম্মদ শফিউল্লাহ,সি-প্লাস টিভি ও বিজয় টিভির বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ জসিম উদ্দিন প্রমূখ।ইফতার সামগ্রী ও ত্রান বিতরণ কালে অথিতিবর্গ বলেন,পবিত্র মাহে রমজানে মানুষের দু:খ-দুর্দশার কথা চিন্তা করে বাঁশখালী ক্রিকেট একাডেমী উপজেলায় মানসম্পন্ন ক্রিকেটার তৈরীর পাশাপাশি মানবিকতার কথা চিন্তা করে মানুষের কল্যানে এমন মহৎ উদ্যোগ নেওয়ায় নিশ্চয়ই ধন্যবাদ দিতেই হবে। বক্তারা আগামীতেও বাঁশখালী ক্রিকেট একাডেমী এ ধরনের জনকল্যানমুলক ও মানবিক কর্মসূচীতে নিজেদের নিয়োজিত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।