মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

বাঁশখালীতে জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে বসতঘরে আগুন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১ এপ্রিল, ২০২৪

বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় ঘরের সীমানা প্রাচীরের বিরোধ নিয়ে মারামারির ঘটনা ঘটে,মারামারি পরে ঘরে আগুন ধরিয়ে দেওয়া অভিযোগ উঠেছে।

উপজেলার পৌরসভা ৪নং ওয়ার্ড সিফারী কাঁটা নামক স্থানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় ,পৌরসভা ৪নং ওয়ার্ড সিফারী কাঁটা নামক এলাকায় খালেদা বেগম নামের এক মহিলার সাথে একই এলাকার চৌকিদারের পরিবারের সাথে ঘরের সীমানা প্রাচীর বিরোধ নিয়ে মারামারির ঘটনা ঘটে,মারামারি এক পর্যায়ে চৌকিদার নিজেই খালেদা বেগমের বসত ঘরে আগুন ধরিয়ে দিয়েছে বলে জানান।এ বিষয়ে চৌকিদার বেদার বলেন,আমার ভাগিনার সাথে খালেদা বেগমের জায়গা জমির বিরোধ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কারণে ঝগড়া ঝাটি হয়েছে,তা সামাজিক ভাবে সমাধান হলেও দোষারোপ করে আমি চৌকিদার নাকি সঠিক বিচার হতে দিচ্ছি না,অথচ আমি ওই সব বিষয়ে কখনো মাথা ঘামায়নি,প্রতিদিনের ন্যায় আজকে আমি দায়িত্ব পালন করতে পৌরসভা মেয়রের অফিসে যাওয়ার পথে আমি মিয়ারবাজার আসলে,আমার ভাগিনার সাথে হাওয়া ঘটনাকে কেন্দ্র করে খালেদা বেগমের আত্মীয়স্বজনরা হঠাৎ সিএনজি থেকে আমাকে টেনে নামিয়ে মারধর করে,অথচ আমাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় আমি চিকিৎসাধীন অবস্থায় ছিলাম, আগুন ধরিয়ে দেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্র বলে জানান।