শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে বাঁশখালী বখশী দীঘির পহেলা বৈশাখী মেলা সম্পন্ন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

মোহাম্মদ এরশাদ, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:
বাঁশখালী বাজারচড়া ইউনিয়নের পহেলা বৈশাখের প্রথম দিনে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার মধ্য দিয়ে বখশির মেলা সম্পন্ন হয়েছে। মেলাটি তিন বছর বন্ধ থাকার পর পুনরায় আবার শুরু হলেও মেলায় সাধারণ মানুষের উপস্থিতি খুবই কম দেখা গেছে।

নানান কারনে মেলাটি তিন বছর বন্ধ থাকায় একদিকে সাধারণ মানুষের উপস্থিত ছিল কম, অন্যদিকে মেলায় আসা স্টলের মালিকের সাথে স্থানীয় দের বাদে মারধরের ঘটনা, পরে সেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা, উক্ত ঘটনায় আহত হয় স্টল মালিক, পরে পুলিশ এসে নিয়ন্ত্রণ আনে।

রবিবার (১৪ এপ্রিল) বিকালে সরেজমিনে মেলা পরিদর্শনে গিয়ে দেখা যায় ৫৭০ বছরের ঊর্ধ্বে মেলাটি কে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে শুরু হয় বিভিন্ন উৎসাহ উদ্দীপনা দেখা গেলেও, তিন বছর বন্ধ থাকার পর পুনরায় শুরু হলেও আগের সেই ঐতিহ্যের সাথে আজকের হওয়া মেলার ছিলনা তেমন মিল, এছাড়াও মেলা পরিচালনায় ছিল নানান সমস্যা, তার মধ্যে একশতের মতো বিভিন্ন আইটেমের স্টল ও কয়েকটি নগরদোলা বসলে সন্ধ্যা ঘনিয়ে আস্তে আস্তে মানুষের উপস্থিতি কিছুটা বাড়তে থাকে, এমন মূহুর্তে হঠাৎ স্টলের মালিকের সাথে ক্রেতার বাদে ঝগড়া, শুরু হয় চারদিকে হুলুস্থুল মারপিট ও ধাওয়া পাল্টা ধাওয়া বিষয়টি মেলার মাইক ম্যান জানতে পেয়ে মেলা কমিটির সদস্যর চিল্লায় চিল্লাই বলতে থাকে উক্ত পরিস্থিতির নিয়ন্ত্রণ আনতে বলতে শোনা যায়।

পরে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় স্টলে ক্রয় বিক্রয়ের বিষয় নিয়ে এক ক্রেতার সাথে এক বিক্রেতার মধ্যে মারামারি ঘটনা ঘটে, ওই ঘটনাকে কেন্দ্র করে স্টলের মালিককে ওই ক্রেতার লোকজন হঠাৎ স্টল থেকে ধরে নিয়ে গিয়ে গ্রামে ঢুকিয়ে মারধর করে, পরে জানতে পেয়ে মেলা পরিচালনা কমিটির হামিদ নামের একজন ওই স্টল মালিকে উদ্ধার করে এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুনরায় ব্যবসা করতে স্টলে ঢুকিয়ে দেন।

অন্যদিকে স্টল মালিককে মারধর করার সময় ছাড়িয়ে নেওয়া লোকজনকে মারধর করা হয়, পরে সেই বিষয়টিকে কেন্দ্র করে কিছুক্ষণ পরপর শুরু হতে দেখা গিয়েছে উত্তেজনা হাতে ছিল লাঠিছোটা, খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে, এ ব্যাপারে এলাকার জনগণ সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য যে, স্থানীয় ও স্টল মালিকের সাথে কথা বললে তারা উক্ত পহেলা বৈশাখ মেলার ইতিহাস ঐতিহ্যের কথা তুলে ধরেন, একটা সময় ওই এলাকার মহিলাদের বিয়ে দেওয়ার সময় এই বৈশাখী মেলা অনুষ্ঠিত হওয়ার দিনে বাপের বাড়ি আসার কথাও উল্লেখ থাকে বলে জানান, তিন বছর পর আবার মেলা অনুষ্ঠিত হওয়ায় খুশিতে আত্মহারা হয়ে উঠে এলাকাবাসী, কেউ কেউ মেলা হওয়ার বিষয়ে জানতে পেরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করা স্থানীয় লোকজন খুশিতে বাড়িতে ছুটে আসে গ্রামে, তার মধ্যে কিছু মানুষ নিজের বাড়ি না গিয়ে লুঙ্গি পড়ে সোজা মেলায় এসে বলে জানান।