বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

বিশ্ব পরিবেশ দিবসে রাউজান পৌর এলাকায় আবর্জনা সংগ্রহে পরিবেশ বান্ধব ভ্যানগাড়ী চালু

প্রকাশিত হয়েছে- বুধবার, ৫ জুন, ২০২৪

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম)
চট্টগ্রামের রাউজানে বিশ্ব পরিবেশ দিবসে রাউজানে র‍্যালী, আলোচনা সভা ও এলাকাভিত্তিক আবর্জনা সংগ্রহে পরিবেশ বান্ধব ভ্যানগাড়ী চালু করা হয়। ৫ জুন বুধবার বিকেল ৩ ঘটিকায় রাউজান পৌরসভার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাড়ি ও এলাকাভিত্তিক অপচনশীল আবর্জনা সংগ্রহের লক্ষ্যে পরিবেশবান্ধব ভ্যানগাড়ী চালু করা হয়।

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ বলেন, পরিবেশ বান্ধব পৌরসভার গঠনের লক্ষ্যে রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় রাউজান পৌরসভা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে তারই আলোকে পৌরসভার প্রত্যন্ত এলাকায় অপচনশীল আবর্জনা সংগ্রহে পরিবেশ বান্ধব ভ্যানগাড়ী কর্মসূচিতে নতুন করে ১০টি ভ্যান যুক্ত করা হয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, ক্রীড়া সংগঠক সুমন দে, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বপন দাশ গুপ্ত,সাবেক ছাত্রনেতা আব্দুল কাদের মুন্না, উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ আসিফ, আরমান সিকদার ফয়সাল মাহমুদ, যুবলীগ নেতা ইকবাল হোসেন, সংগঠক নকীব সিদ্দীকি, আরফানুল ইসলাম আবির, মিজানুর রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই দিন সকাল ১০ ঘটিকায় রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয়, “করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মামরা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা: সুমন ধর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই জাহান, বন কর্মকর্তা উজ্জ্বল কান্তি মজুদার, চিকদাইর ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী।

উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবুল কালাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমবায় কর্মকর্তা ওবায়দুল হক প্রমুখ। আলোচনা সভা একটি র‍্যালী উপজেলা সদর প্রদক্ষিন করেন।