আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে বাঁশখালী ক্রিকেট একাডেমির ছাত্র খোরশেদুল আলম (নয়ন)’র বাজিমাতে পিডিবি রিপ্রেশন ক্লাব জয়ী।
৭ জুন (শুক্রবার) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠাব্য দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে পিডিপি রিপ্রেশন ক্লাবের হয়ে খেলতে নেমে আবহানী জুনিয়রের বিপক্ষে ৮.২ ওভার বল করে ১১ রান দিয়ে ৫ উইকেট, একই ম্যাচে ব্যাটিং করতে নেমে ২০ রান করে পিডিপি রিপ্রেশন ক্লাবের জয় নিচ্ছিত করলেন বাঁশখালী ক্রিকেট একাডেমির ছাত্র খোরশেদুল আলম নয়ন।
পিডিপি রিপ্রেশন ক্লাবের হয়ে খেলতে নেমে দলের জয় ছিনিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক ও প্রধান কোচ-সাংবাদিক মোহাম্মদ এরশাদ ও বাঁশখালী ক্রিকেট একাডেমির চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থা সহ-সভাপতি শহিদুল মোস্তফা চৌধুরী মিজানসহ একাডেমি পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে খোরশেদুল আলম নয়নকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।