রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে চন্দনাইশে ৫ম পর্যায়ে ১৭১টি পরিবার, সংবাদ সম্মলনে ইউএনও মাহমুদা বেগম

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ জুন, ২০২৪

চন্দনাইশ প্রতিনিধিঃ

চন্দনাইশ উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কৃর্তক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ে ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ও প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর বিষয়ে সংবাদ সম্মেলন করছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম।

সোমবার (১০জুন) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ভিডিও কনফারেন্স হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ইউএনও মাহমুদা বেগম বলেন, ‘মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না ‘ মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহপ্রদান কার্যক্রম চলমান রয়েছে। মঙ্গলবার (১১ জুন) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ৫ম পর্যায়ের ২য় ধাপে গৃহ সমূহ উপকারভোগী পরিবারের নিকট জমি সহ বন্ধের কার্যক্রমের শুভ উদ্বোধন, ঘরের চাবি ও দলিল হস্তান্তর করবেন।

চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা এ পর্যন্ত আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে ১ম পর্যায়ে ২৯টি, ২য় পর্যায়ে ২৭টি, ৩য় পর্যায়ে ৮০টি, ৪র্থ পর্যায়ে ৯০টি, ৫ম পর্যায়ে ১ম ধাপে ১৩৫টি, ৫ম পর্যায়ে ২য় ধাপে ১৭১টি সহ মোট ৫৩২টি একক পাকাগৃহ প্রদান করা হয়েছে। একইসাথে চন্দনাইশ উপজেলা ৫ম পর্যায়ের ২য় ধাপে ১৭১টি পরিবারকে ২ শতাংশ কৃষি জমি বন্দোবস্ত প্রদানসহ একক পাকাগৃহ প্রদান করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর ও স্থানীয় গণ্যমাধ্যম কর্মীরা।