মোহাম্মদ এরশাদ, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:
বাঁশখালী উপজেলাধীন বৈলছড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ শাহাদাত রশিদ চৌধুরীর সভাপতিত্বে ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর। সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম।
বিকেলে বৈলছড়ী পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ সেলিম উদ্দিন চৌধুরী ও আরিফ মঈনুদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মোঃ আকতার হোসাইন, মোঃ মুরিদুল আলম মুরিদ, আ ন ম ফরহাদুল আলম।এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ মনসুর আলম, জামাল উদ্দিন, মোঃ এরশাদ,মাহামুদুর রহমান বদি,মোঃ নোমান, আব্দু জব্বর,বৈলছড়ী ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুন চক্রবর্তী, সাবেক শ্রমিক লীগ নেতা রাশেদুল ইসলাম,মোঃ দিদারুল হক, এইচ. এম. মিজানুর রহমান।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন-মোঃ সেলিম, দিদার হোছাই,সিরাজ কবির, মহিউদ্দিন মাহী, মোঃ শাহাবুদ্দিন হিরুসহ আওয়ামী লীগ,যুবলীগ ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দরা।
সম্মেলনে বক্তারা বলেন, বাঁশখালী উপজেলা আওয়ামী যুব লীগের আহ্বায়ক কমিটির সফলতার প্রমাণ হচ্ছে বৈলছড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের মতো এতো বিশাল সুশৃঙ্খল ও সফল সম্মেলন, উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ পুরো বাঁশখালীতে সমুদ্রের ঢেউয়ের ন্যায় আওয়ামী যুবলীগের যে গণজোয়ার ফুটে উঠেছে, এই গণজোয়ারকে কোনো অপশক্তি ঠেকাতে পারবেনা। যদি যুবলীগের প্রত্যেক নেতা-কর্মীরা অন্তরে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে থাকে। আর বৈলছড়ী ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যে ৬৬ জন প্রার্থী আবেদন জমা দিয়েছে, তাদের এই আবেদন গুলো যাচাই-বাছাই করা হবে, কারা ত্যাগী, কারা রাজপথে অগ্রণী ভুমিকা পালন করে আসছে, কারই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, সব কিছুই যাচাই-বাছাই করে আগামী কয়েক দিনের মধ্যে কমিটি ঘোষণা করা হবে। এতে শিক্ষিত ও ত্যাগীরাই প্রধান্য পাবে। দলের উপরস্থদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে অতন্দ্র প্রহরীর মতো ঐক্যবদ্ধ হয়ে দলের স্বার্থে রাজপথে থাকবে তারাই যুবলীগের ত্যাগী হিসেবে আগামীতে প্রধান্য পাবে। উল্লেখ্য যে, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মহিউদ্দিন মাহীর নেতৃত্বে একটি বিশাল মিছিল যোগে উক্ত সম্মেলনে যোগদান করেন।