শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

লোহাগাড়ায় অবৈধ দখলদারের বিরুদ্ধে বনবিভাগের উচ্ছেদ অভিযান

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ জুলাই, ২০২৪

এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়ায় বনবিভাগের জায়গায় অবৈধভাবে টিনশেড ঘর নির্মাণ করছিল এক ব্যক্তি। খবর পেয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে নির্মাণাধীন সেই টিনশেড ঘরটি ভেঙ্গে দিয়ে বনবিভাগের জায়গা উদ্ধার করেছে বনবিভাগ।

বুধবার (৩ জুলাই) সকালে উপজেলার চুনতি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাতগড় বড়ঘোনা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জের আওতাধীন সাতগড় বনবিট কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

তিনি জানান, বড়ঘোনা এলাকায় জৈনক শাহ আলমের ছেলে মোহাম্মদ এনাম (৩৫) বনবিভাগের সংরক্ষিত জায়গায় অবৈধভাবে একটি টিনশেড ঘর নির্মাণ করেন। বিষয়টি খবর পেয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ বিষয়ে বনআইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি