আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ এরশাদ আলম লোহাগাড়া (চট্টগ্রাম)
বর্ণাঢ্য আয়োজনে লোহাগাড়ার আমিরাবাদ বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের উদ্যোগে কর্মী সমাবেশ ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
(শনিবার) ২৯জুন বিকেলে রাজমহল কমিউনিটি সেন্টার চত্বরে অনুষ্ঠিত কর্মী সমাবেশ ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের আহবায়ক ইকবাল হোসাইন।
আমিরাবাদ ইউপি’র (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস.এম ইউনুচ ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার মিয়া মুহাম্মদ ফারুকের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম (১৫) লোহাগাড়া-সাতকানিয়ার সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী।
বিশেষ অতিথি ছিলেন,
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু,
ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ.এম.এ গণি সম্রাট, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী নিবাস দাশ সাগর,
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুর রহমান,
চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন,কৃষকলীগের সভাপতি অালী আহমদ,
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নজরুল ইসলাম,আমিরাবাদ ১.২.৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য নাজমা আক্তার আরজু, ৪.৫.৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মর্জিনা চৌধুরী,
৭.৮.৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য রেহেনা আক্তার সহ বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সকল উপদেষ্টা, সদস্য ও উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী অংগসংঠনের নেতৃবৃন্দরা সহ
আমিরাবাদ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড.নদভী বলেন,
আমরা রাজনীতি করছি ইসলামকে বাদ দিয়ে নয়! সবার উপরে ইসলাম থাকবে,
আমিরাবাদ বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সকল সদস্যরা বঙ্গবন্ধুর অাদর্শ ও সপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে,
তিনি আরো বলেন,
সবাই হাত তোলে শপথ করুন,
এখন থেকে যতদিন বেঁচে থাকবেন বঙ্গবন্ধু পরিষদের সকল সদস্যরা মনে প্রাণে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে সামনের দিকে এগিয়ে যাবেন, আপনাদের মত যুবকরাই পারবেন অালোকিত ও ডিজিটাল সাতকানিয়া-লোহাগাড়া করতে।
আপনাদের খেয়াল রাখতে হবে
জামায়াত শিবিরের বড় বড় অাসামীরা যেন গা ঢাকা দিতে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সাথে যুক্ত না থাকে তা অবশ্যয় চেক করতে হবে আপনাদের।
আমাদের সাথে গত পাঁচ বছরে অনেক যুবক আসছিল, কিন্তু গত ৩০ডিসেম্বর ওনাদের চেহারা পরিবর্তণ হয়েছে।