বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -|- ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ১৫ই রজব, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

সোনাকানিয়া ইউনিয়নে দুর্নীতিবাজ ও অবৈধ পরিষদ বাতিলে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে দুর্নীতিবাজ ও অবৈধ পরিষদ বাতিলের দাবিতে ছাত্র এবং এত এলাকার  সাধারন মানুষ মানববন্ধন করেছে।বুধবার সকালে মির্জাখীল বোর্ড অফিসের সামনে এই  মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে  বক্তারা বলেন রক্তপিপাসু খুনী হাসিনা সরকারের উচ্ছিষ্ট ভোগী ও স্বৈরাচারের সহযোগী ভোট ডাকাত চেয়ারম্যান জসিম সহ সকল ইউপি সদস্য ও দুর্নীতিবাজ সকল অফিস সহকারী কর্মকর্তাদের অপসারণ করে, অবৈধ ভোট ডাকাতির মাধ্যমে গঠিত পরিষদ বাতিল চাই।

উক্ত ছাত্র জনতার মানববন্ধনে “খুনি হাসিনা মার্কা অনির্বাচিত পরিষদ বাতিল চাই, করতে হবে” বলে স্লোগান উঠে।