আজ ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বন্যাকবলিত এলাকায় হতদরিদ্র পরিবারের মাঝে ঘরবাড়ি মেরামতের জন্য ঢেউ টিন বিতরণ করেন চট্টগ্রামের মানবতার সংগঠন সাতকানিয়া স্টুডেন্ট ফোরাম। গত সোমবার সকালে সাতকানিয়া স্টুডেন্ট ফোরামের এডমিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে মানবপ্রেমীই একদল স্টুডেন্ট মিরসরাই জোরারগঞ্জে একাধিক পরিবারের মাঝে ঢেউ টিন বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া স্টুডেন্ট ফোরামের কো এডমিন নজরুল ইসলাম, রাকিবুল ইসলাম এবং জোরারগঞ্জ ৩নং ওয়ার্ডের জামাতে ইসলামীর সভাপতি শরিফুল ইসলাম সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এসময় তারা বলেন, আমরা মানুষের বিপদে পাশে থেকে আমাদের সবটুকু দিয়ে পাশে থাকার চেষ্টা করি। আমরা অনুরোধে করব দেশের বৃত্তবানদের এগিয়ে এসে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহযোগিতার হাতবাড়িয়ে দেওয়ার।
Tip