হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: কক্সবাজার হোটেল সিগালে শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধির সাথে লবণ চাষী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার শহরের হোটেল সিগালে শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধির সাথে লবণ চাষী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাধারণ চাষীদের কাছ থেকে বর্তমান লবণের মজুদ, দাম, এবং অগ্রিম মাঠে নামা সহ বিভিন্ন মতামত চাওয়া হয়। এই সভায় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের মাননীয় যুগ্ন সচিব এম. মনিরুজ্জামান মিয়া, বাংলাদেশ কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) এর লবণ সেল প্রধান ও উপমহাব্যবস্থাপক সরোয়ার হোসাইন, বিসিক কক্সবাজারের লবণ সেল প্রধান উপ-পরিচালক জাফর আহমদ ভূইয়া, অনুষ্ঠান সঞ্চালন করেন কক্সবাজার লবণ সেল ইন্সপেক্টর জনাব ইদ্রিস আলী।।
অনুষ্ঠানে সমতির পক্ষে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শাহাব উদ্দীন, কেন্দ্রীয় কমিটির আরো বক্তব্য রাখেন এ. জি. এম. গিয়াস উদ্দিন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, মো. সোহেল সহ-সভাপতি, আমিনুল ইসলাম হাসান সাধারণ সম্পাদক, এম মোসলেম উদ্দিন যুগ্ন সাধার সম্পাদক, একরাম উদ্দিন নূরি অর্থ সম্পাদক সহ লবণ চাষী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির বিভিন্ন ইউনিটের ব্যক্তিবর্গ ।
আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলার নয় উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে মহেশখালী উপজেলা সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, মোহাম্মদ উজ্জল সাংগঠনিক সম্পাদক । মোহাম্মদ আইয়ুব খান সভাপতি চকরিয়া, জনাব নুরুল হোছাইন সহসভাপতি চকরিয়া, মোঃ আজিজুল হক সাধারণ সম্পাদক চকরিয়া, সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক টেকনাফ, রাশেদ মোস্তফা, সভাপতি উখিয়া, আলী আজগর সাধারণ সম্পাদক বাশঁখালী, মো: ছানা উল্লাহ সভাপতি কক্সবাজার সদর, মোঃ আলমগীর সাধারণ সম্পাদক কক্সবাজার সদর, নুরুল ইসলাম ভট্ট সভাপতি কুতুবদিয়া উপজেলা, গিয়াস উদ্দিন সভাপতি পেকুয়া উপজেলা, আবুল কাশেম যুগ্ন সাধারণ সম্পাদক মহেশখালী, আব্দুল মোনাফ সাংগঠনিক সম্পাদক মহেশখালী। এখলাছুর রহমান সাংগঠনিক সম্পাদক চকরিয়া ।
অনুষ্ঠান শেষে সমিতির পক্ষ থেকে দাবি-দাওয়া নিয়ে যুগ্ন সচিব এম. মনিরুজ্জামান মিয়া-কে ১১ দফা দাবি সম্বলিত একটি স্বারকলিপি প্রদান করা হয়। চাষীদের দাবী “লবণ আমদানি নয়, আগামীতে রপ্তানি-ই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য ” ।