বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ১৬ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চন্দনাইশে ছৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া আহমদিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

চন্দনাইশের দক্ষিণ গাছবাড়িয়া ছৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া আহমদিয়া এ, এস সুন্নিয়া দাখিলা মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানা ১৬তম বার্ষিক সভা, পুরস্কার বিতরণ, দস্তারবন্ধী, গুণিজন সংবর্ধনা ও ঈদে মিলাদুন্নবী (স.) অনুষ্ঠিত হয়েছে। গত ‍শুক্রবার সারাদিন ব্যাপী মাদ্রাসা মাঠে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং পটিয়া হুলাইন ছালেহ্-নূর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ তৈয়বুর রহমানের সভাপতিত্বে মাদ্রাসা কমিটির সদস্য ও চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক
সাংবাদিক মো. নুরুল আলম ও মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহিম সওদাগরের যৌথ সঞ্চালনায় বিভিন্ন অধিবেশনে অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার প্রশাসক মোঃ রাজীব হোসেন, ব্রাক্ষণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাঃ আবুল মনসুর, সহকারী পুলিশ সুপার আনোয়ারা সার্কেল সোহানুর রহমান সোহাগ, চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক দিদারুল আলম, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মজলিশে শুরা সদস্য আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ আমান উল্লাহ আমান সমরকন্দী, আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক ও সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফ পীরজাদা সৈয়দ মুহাম্মদ আশেকুর রহমান হাফেজ নগরী মাইজভান্ডারী, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, পটিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডা. এমদাদুল হাছান, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ চন্দনাইশ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আবু সুফিয়ান, চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা, পটিয়া হুলাইন ছালেহ্-নূর ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ ইছহাক চৌধুরী, মানব কল্যাণ পরিষদ – চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আজম খান, ফ্রেন্ডস ফুডের এমডি ও শিল্পোদ্যোক্তা জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক আবদুল হান্নান সিকদার, অধ্যাপক মঈনুল আবেদীন তালুকদার, পিচপার্ক হাউজিং সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, বিশিষ্ট চিকিৎসক ডা. রিজওয়ান আজাদ চৌধুরী,পানি উন্নয়ন বোর্ডের সাবেক উপ-পরিচালক মো. নুরুল হাদী, পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক পরিচালক নুরুল আবছার চৌধুরী, চন্দনাইশ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ইলিয়াছ, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আবু ছাদেক সিবলু, সাহিত্যিক আহমদ ছফা পরিষদের সভাপতি শিক্ষক শাহজাহান আজাদ, চন্দনাইশ পৌরসভার সাবেক প্যানেল মেয়র হাছনারা বেগম, চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য সচিব আ ক ম মোজাম্মেল হক, চন্দনাইশ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনজুর মোর্শেদ চৌধুরী, চন্দনাইশ পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মহসিন, জাহানারা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সরওয়ার আজাদ, বিশিষ্ট সমাজসেবক আবদুল আজিজ সোহেল, চন্দনাইশ পৌরসভা এলডিপির সিনিয়র সহ-সভাপতি হাজী আবদুল মাবুদ, সাধারণ সম্পাদক মোঃ আকতার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন, চন্দনাইশ পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর কাজী মুহাম্মদ কুতুবউদ্দিন, ব্যাংকার আবদুল মালেক, ব্যাংকার একরাম, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুল করিম রানা, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা রুবেল, প্রবাসী মোঃ শফিউল করিম লিটন, ব্যাংকার ওমর ফারুক, ব্যাংকার ইব্রাহীম, ব্যবসায়ী টিপু, বিশিষ্ট সমাজসেবক আবদুল আজিজ, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আবদুল হামিদ, প্রধান শিক্ষক মনির মাস্টার, শিক্ষক কামাল উদ্দিন, ওয়াইজীন ছিলেন যথাক্রমে- হয়রত শাহচান্দ আউলিয়া আলীয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা সাইফুদ্দীন খালেদ (মা.জি.আ), রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার প্রভাষক হযরত মাওলানা আহামদুল্লাহ ফোরকান (মা.জি.আ), হাফেজ মাওলানা বাহার উদ্দিন নেজামী, হাফেজ মাওলানা বাহউদ্দিন নিজামী, মাওলানা ইয়াছিন আরাফাত, মাদ্রাসা কমিটির সহ-সম্পাদক আবদুর রশিদ, সদস্য কাজী মো. হোসাইন, আরিফ মিয়া, নুর মোহাম্মদ, মোঃ মাসুদ, মোঃ মামুন, আহমদর রহমান চট্টল্লী, মোঃ মফিজুর রহমান, বেলাল, রিয়াজ, মো. তারেক, হাফেজ মাওলানা জুনায়েদ, মাওলানা যাবের, মাওলানা ছিদ্দিক, শায়ের মিজানুর রহমান, ইবতেদায়ী প্রধান সুলতানা ইয়ামিন প্রমুখসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।