রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

সাতকানিয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ২ দিনের কর্ম বিরতি পালিত হচ্ছে

প্রকাশিত হয়েছে- সোমবার, ১ জুলাই, ২০১৯

মোঃ সেলিম উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানসহ পেনশন চালুর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের মত কর্মবিরতি রেখে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি করেছে সাতকানিয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার সকালে সাতকানিয়া পৌরসভা চত্বরে সকাল থেকেই সবধরনের সেবা বন্ধ রেখে সকল কর্মকর্তা কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করছে।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন সাতকানিয়া পৌরসভা ইউনিটের আয়োজনে ২ দিনের কর্মবিরতিতে সোমবার ও মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৌরসভার স্বাভাবিক সকল সেবা বন্ধ থাকবে।

মঙ্গলবার সকালে একই দাবিতে জেলা প্রেসক্লাবের সামনে অবস্থান করে বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করবে পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার সকালে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, পৌর সচিব, সহকারি প্রকৌশলী , প্রশাসনিক কর্মকর্তা প্রমুখ।

এসময় দাবী মানা না হলে আগামীতে কঠোর আন্দোলন এবং দীর্ঘদিনের জন্য পৌরসভার সকল সেবা বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালনের হুশিয়ারী দেন বক্তারা।