রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চন্দনাইশ ও দোহাজারী ২টি পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

প্রকাশিত হয়েছে- সোমবার, ১ জুলাই, ২০১৯

মো. নুরুল আলম,চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন-ভাতা ও পেনশন দেওয়ার দাবিতে সারা দেশের ন্যায় চট্টগ্রামে চন্দনাইশ উপজেলার চন্দনাইশ ও দোহাজারী ২টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পৌর ভবনের প্রধান ফটকে দিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন করেন।

“এক দেশে দুই নীতি মানিনা, মানবো না” এ শ্লোগানে সোমবার(১ জুলাই) সকাল থেকে দিনব্যাপী চন্দনাইশ পৌরসভা চত্বরের সামনে ও দোহাজারী পৌরসভা কার্যালয়ের সামনে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ডাকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের আয়োজনে দিনব্যাপী কর্ম বিরতি কর্মসূচি পালিত হয়।

“এক দেশে দুই নীতি মানিনা, মানবো না” শ্লোগানে অনুষ্ঠিত কর্মবিরতি ও ধর্মঘট চলাকালে সভাপতিত্ব করেন পৌরসভার সহকারী প্রকৌশলী লুৎফুর রহমান।
চন্দনাইশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তা আরিফ মঈনুদ্দিন, কার্য সহকারী রেজাউল করিম, দিদারুল আলম, লাইসেন্স পরিদর্শক মনিরুজ্জামান,কর আদায়কারী মোঃ হোসেন,
সহকারী কর আদায়কারী আজম খান, শাখাওয়াত হোসেন,মেজবাহ উদ্দিন নিজামী, মোঃ হেলাল উদ্দিন, বুলবুল আক্তার,মোঃ শাকিল ও মোঃ সাজ্জাদ হোসেন এবং একই সময়ে দোহাজারী পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কর্মবিরতি ও ধর্মঘটে উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ শামীম মৃধা, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল হামিদ মিঞা, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়াসহ প্রমুখ নের্তৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, কর্মকর্তা-কর্মচারী দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।