আলহাজ্ব মো. ইদ্রিস মিয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মনোনীত হওয়ায় পটিয়ায় বিএনপি পরিবারের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারী) বিকেলে পটিয়া থানার মোড়ে বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মী ছাড়াও পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করে আনন্দ ভাগাভাগি করেন। এসময় তাৎক্ষণিক সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কলিম উল্লাহ চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. হাশেম মেম্বার, জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো. শওকত আলী, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. নাজমুল হোসেন, শোভনদন্ডী ইউনিয়ন বিএনপি নেতা আবু তাহের মেম্বার,দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম, বিএনপি নেতা শফিকুল ইসলাম চৌধুরী, এম এ মাবুদ, জাবেদ, ধীমান বড়ুয়া প্রমূখ।
এসময় বক্তারা বলেন,এতদিন যারা দলের পদ পদবি ব্যবহার করে পটিয়ায় চাঁদাবাজি, টেন্ডারবাজী,দখলবাজী করে দলের বদনাম কুড়িয়েছেন দলে তাদের আর জায়গা হবে না।
রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। এতে দক্ষিণ চট্টগ্রামের পটিয়ার ইদ্রিস মিয়াকে আহ্বায়ক এবং আনোয়ারার লায়ন হেলাল উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে কর্ণফুলি উপজেলার আলী আব্বাসকে। আংশিক এই কমিটিতে আরও আছেন বাঁশখালীর লিয়াকত আলী ও মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। তাদের দুজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
ইদ্রিস মিয়া পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপির সহ সভাপতি ছিলেন।