রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:তৃণমুলের নির্যাতিত হামলা-মামলা ও পতিত আওয়ামীলীগ সরকারের জুলুম নির্যাতনের শিকার ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে স্ব-ঘোষিত পকেট কমিটি বাতিলের দাবিতে রাউজানের পশ্চিম গুজরায় বিএনপি’র প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়ারি শনিবার উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই বাজারস্থ দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ এনাম উল্লাহ’র সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু’র পরিচালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ফিরোজ আহমদ।
বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন উর রশিদ, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদুল ইসলাম মাহমুদ, প্রবীণ বিএনপি নেতা মোহাম্মদ হারুন উর রশিদ সিকদার, যুবদল নেতা আমির আলী, মোহাম্মদ জানে আলম সিকদার, মোহাম্মদ বাদশা, বিএনপি নেতা নাজিম উদ্দীন, রাউজান উপজেলা জিয়া মঞ্চে সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, উরকিচর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলমগীর, বিএনপি নেতা জাগের আহমদ, মোহাম্মদ সোলেয়মান, আলহাজ্ব নুরুল হক সওদাগর, আলহাজ্ব জাগের আহমদ মেম্বার।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আকতার হোসেন, আতিকুল্লাহ, মোহাম্মদ নেছার, আমিন ফারুকী, এয়ার মোহাম্মদ, নুর নবী, মোহাম্মদ লোকমান হোসেন, আবদুর রশিদ ঘড়ি, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ সেলিম, আজম আলি, মোহাম্মদ শরিফ, এসকান্দার হোসাইন, মোহাম্মদ হামিদ, মোহাম্মদ তৈয়ব, আবদুল কাদের, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোসেন, আমজাদ হোসেন, আবু বক্কর, সুখ লাল দাশ, সাহাব উদ্দিন, ইউছুপ ফারুকী, জাফর, ওসমান চৌধুরী, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ মিয়া এম.তারেক, মোহাম্মদ নবি, মোহাম্মদ সেলিম প্রমুখ।বক্তারা বলেন, স্বঘোষিত পকেট কমিটি বাতিল করে তৃণমূলের ত্যাগী নেতা কর্মীদের দিয়ে রাউজান উপজেলা বিএনপি’র কমিটি দিতে হবে। পকেট কমিটি বাতিল না করলে রাউজানের নির্যাতিত নেতা কর্মীরা এ কমিটির পদবিধারী ও তাদের যারা পেছনে থেকে সহযোগীতা করবে তাদেরকে রাউজানসহ চট্টগ্রামে যেখানে পাবে সেখানে প্রতিরোধ, প্রতিহত করা হবে। প্রতিবাদ সভা শেষে
বিক্ষোভ মিছিল মগদাই বাজার প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।