রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

রাঙ্গুনীয়ায় রাজানগর রানীরহাট কলেজের ওরিয়েন্টশন ক্লাস সম্পন্ন

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ জুলাই, ২০১৯

মুহাম্মদ জমির উদ্দীন,
রাঙ্গুনীয়ায় রাজানগর রানীরহাট ডিগ্রী কলেজ কর্তৃক ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সোমবার (১ জুলাই) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ এম. আহছানুল করিম পীরজাদা এর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। কলেজের শিক্ষক পরিষদেরর সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম ও রসায়ন বিভাগের প্রভাষক পুষ্প বড়ুয়ার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক মো: দানু মিয়া তালুকদার, কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মো: রেজাউল করিম, সাবেক শিক্ষার্থী ও বিশিষ্ট মানবাধিকার কর্মী কে এম জাকেরুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে সংবর্ধীয় অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাজানগর আর এ বি এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুন্নবী, বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, বগাবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ইকবাল রশীদ, ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ইব্রাহীম, রফিকাবাদ বালিকা উচ্চ-বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. আজিজুর রহমান, রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার আহমদ, সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ গিয়াস উদ্দিন।
শেষে কলেজের অধ্যক্ষ এম আহছানুল করিম পীরজাদা নতুন আগত শিক্ষার্থীদের কলেজের সুন্দর মনোরম পরিবেশ ও কলেজের নিয়মকানুন সম্পর্কে অবগত করেন।সকলকে নিয়মিত ক্লাসে উপস্হিত থাকার জন্য আহব্বান করেন।
নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের আনুষ্ঠিনিক বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নবীন বরন ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।