শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

ব্রাজিল ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনাকে

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ জুলাই, ২০১৯

নিউজ ডেস্ক:
কোপা আমেরিকার প্রথম সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে এখন ২-০ গোলে এগিয়ে রয়েছে স্বাগতিক ব্রাজিল। ৭১তম মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন রবারেতা ফিরমিনো। এর আগে প্রথম গোলটি করেছিলেন জেসুস। ১৯তম মিনিটে রবার্তো ফিরমিনোর পাস থেকে আর্জেন্টিনার জালে বল পাঠান জেসুস।

৩০তম মিনিটে আর্জেন্টিনা ম্যাচে সমতা আনতে পারতো। বক্সের মধ্যে ক্রস দিয়েছিলেন মেসি। দারুণভাবে হেড করেছিলেন আগুয়েরো। কিন্তু বল ক্রসবারে লেগে ফিরে আসে। সাথে সাথে বলটি ক্লিয়ার করে দেয় ব্রাজিল।

৫৬তম মিনিটে ব্যবধান বাড়াতে পারতো ব্রাজিল। কিন্তু কুতিনহোর শটটি গোলবারের উপর দিয়ে চলে যায়। ৫৭তম মিনিটে আবার হতাশ হয় আর্জেন্টিনা। মেসির শটটি সাইডবারে লেগে ফিরে আসে। ৭১তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। গোলটি করেন রবার্তো ফিরমিনো।

কোয়ার্টার ফাইনাল পর্বে ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। আর প্যারাগুয়েকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে ওঠে স্বাগতিক ব্রাজির। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আগামীকাল চিলির মুখোমুখি হবে পেরু।