শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

রাঙ্গুনীয়ায় জাতীয় দক্ষতামান কারিগরি কম্পিউটার বেসিক ট্রেডের পরিক্ষা সম্পন্ন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৫ জুলাই, ২০১৯

মুহাম্মদ জমির উদ্দিন,রাঙ্গুনীয়া
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা (৬মাস/৩ মাস) মেয়াদি পরিক্ষা-২০১৯ইং অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বেইস রাঙ্গুনিয়া গণবিদ্যালয়ের জাতীয় দক্ষতা মান বেসিক পরীক্ষা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে (জানুয়ারী- জুন)(এপ্রিল-জুন) ২০১৯ সেশনের পরিক্ষা মাদ্রাসা-এ- তৈয়বিয়া অদুদিয়া ফাযিল এর বিভিন্ন কক্ষে শিক্ষার্থীরা চূড়ান্ত এই পরীক্ষায় অংশগ্রহণ করেন।
শুক্রবার (৫ জুলাই) সকালে রানিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র,মোগলের হাট কম্পিউটার ট্রেনিং একাডেমী,ধামারহাট,রাঙ্গুনীয়া কলেজ শাখা ট্রেনিং সেন্টার,কাউখালী,কাপ্তাই,নোয়াপড়া সহ রাঙ্গুনিয়া আশপাশের উপজেলার প্রায় ১০টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষার্থী এই কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহন করে। পরীক্ষায় কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বেইস রাঙ্গুনীয়া গনবিদ্যালয়ের অধ্যক্ষ মো: সিরাজুল আলম।পরিক্ষার পরিদর্শক ছিলেন সীনা ইবনে মিজান,বিপলু বড়ুয়া,মো: হাবিবুর রহমান,ফারুক আহমেদ,মো: শাহে এমরান,মো: নজরুল ইসলাম,মো: ইমরান,নাজির আহমেদ,মো: আব্দুল বদরুজ,মৌলানা ইলিয়াছ,মৌলানা নুরুল আলম,মো: আবু সালেহ,মো: নুরুল আজিম,জীবন সরকার,মো: ইলিয়াছ,মো: আনোয়ার,মৌলানা শহীদুল্লাহ,মো: নুরুন্নবী প্রমূখ।