রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

রাঙ্গুনীয়ায় বগাবিলী স্কুল সড়ক ইছামতি নদীতে তলিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের দূর্ভোগ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

মুহাম্মদ জমির উদ্দীন,রাঙ্গুনীয়া:
চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার( উত্তর) ১নং রাজানগর ইউনিয়নে বগাবিলী এলাকায় ইছামতি নদীতে সড়ক তলিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের দূর্ভোগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, ২০১৭ সালের জুন মাসে ভয়াবহ বন্যায় কবলিত ইছামতি নদী সংলগ্ন এ সড়কটি পানিতে তলিয়ে যায়।পরবর্তিতে ছোট একটি সড়ক দিয়ে এলাকার শিক্ষার্থী সহ লোকজন যাতায়াত করে।বগাবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ইকবাল রশীদ বলেন, এ সড়ক দিয়ে বিদ্যালয়ের প্রায় আট শতাধিক ছাত্র-ছাত্রী নিয়মিত যাতায়াত করে।বিদ্যালয়ে আসা যাওয়ার একমাত্র সড়ক এটি। দিন দিন সড়কটি সরু হতে দেখা দিলে অনেক ঝুকি নিয়ে যাতায়াত করতে দেখে গত মার্চে স্থানীয় জনগনের উদ্যোগে তাদের নিজস্ব অর্থায়নে প্রায় ৮০ হাজার টাকা ব্যয়ে বালু ভর্তি বস্তা সহ বেড়িবাধ দিয়ে সড়কটি সচ্চল করে তোলে।

গত রোববার থেকে টানা বৃষ্টিপাতের ফলে মধ্যরাতে সড়কটি আবারো পূর্বের ন্যায় ইছামতি নদীতে তলিয়ে যায়। এতে শিক্ষার্থী সহ জনগনের দূর্ভোগ দেখা দেয়।সোমবার (৮ জুলাই) সকালে আশ্রয় কেন্দ্র পরিদর্শন কালে রাঙ্গুুনীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউ এন ও) মো: মাসুদুর রহমান সড়কটি পরিদর্শন করে।তিনি বলেন, শিক্ষার্থীরা নিরাপদে যাতায়াতের জন্য স্থানীয় ইউ.পি চেয়ারম্যানের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) পূর্বিতা চাকমা,বগাবিলী উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ইকবাল রশীদ,মো: সবুর সহ স্থানীয় জনপ্রতিনিধি।