রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

রাঙ্গুনীয়ায় ইছামতি নদীর স্রোতে নিখোঁজ যুবক

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১২ জুলাই, ২০১৯

মুহাম্মদ জমির উদ্দীন,রাঙ্গুনীয়া(চট্টগ্রাম):
চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলা (উত্তর) এর রাজানগর ইউনিয়নে ইছামতি নদীর স্রোতে মুন্না(১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছে।বৃহস্পতিবার (১১জুলাই)সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী আবদুর রহমান বলেন, সকালে আমি আর মুন্না ক্ষেতে সবজি তুলতে আসি,ক্ষেতের পাশে ইছামতি নদীতে বন্যার পানিতে ভেসে আসা বাশেঁর মাচান দেখতে পেয়ে দুইজন মিলে মাচান ধরার সিদ্ধান্ত নিয়ে ঝাপ দিলে পানির গতিবেগ বেশী হওয়ায় মাচান ধরে রাখা সম্ভব হয়নি,আমি কোন রকম নদীর তীরে উঠলে ও সে পানিতে তলিয়ে যায়। তাকে না পেয়ে তার পরিবারকে জানালে তার পরিবারসহ স্থানীয়রা অনেক খোজাঁখুজি করেও সন্ধান পায়নি।
সে রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের সাতঘড়িয়া পাড়া এলাকার বদিউর আলমের পুত্র। নিখোঁজ মুন্না তার পরিবারের দুই সন্তানের মধ্যে বড়।
স্থানীয় ইউপি সদস্য এরশাদুর রহমান বলেন , খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে রাঙ্গুনিয়া প্রসাশনকে জানালে পরবর্তীতে তারা ফায়ার সার্ভিসের টিম পাঠিয়েছে।
রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিসের আবু বক্কর প্রতিবেদক কে জানান, উপজেলায় ডুবুরি দল না থাকায় চট্টগ্রাম সদরে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে,তারা আসলে উদ্ধার কাজ চালানো হবে। বিকাল ৪টার দিকে ডুবুরি দল এসে প্রায় দু’ঘন্টাব্যাপী অভিযান চলিয়ে নিখোঁজের কোন সংবাদ পায়নি। পরবর্তীতে আবার অভিযান চালাবে বলে জানিয়েছেন তারা।