রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

দোহাজারী পৌরসভায় বন্যা দুর্গত মানুষের মাঝে চাউল বিতরণ ও এলাকা পরিদর্শন মরহুম আফজল সওদাগর ফাউন্ডেশনের

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

এমএহামিদ:
অবিরাম টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পুরো চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় এখন বন্যার পানিতে ভাসছে। এতে দোহাজারী পৌরসভার পানিবন্দী হাজার হাজার মানুষ মানবেতর জীবন-যাপন করছে।

পর্যাপ্ত ত্রাণ সহায়তা ও পাচ্ছে না ভানভাসী ক্ষতিগ্রস্ত শত শত পরিবার।

এদিকে, দোহাজারী পৌরসভার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও বন্যাদূর্গত মানুষের মাঝে চাউল বিতরণ এবং দোহাজারী বিভিন্নগ্রামে পরিদর্শন করে মরহুম আফজল মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান দোহাজারী পৌরসভা যুবলীগের আহবায়ক ফায়সাল মনচুর। তিনি বলেন আমার বাবা মরহুম আলহাজ্ব আফজল মিয়া সাওদগর মানুষের সুখে-দুঃখে বন্ধু হিসেবে ছিলেন আমি উনার সন্তান হিসেবে আমার দায়িত্বকর্তব্য দোহাজারী,বাসীর পাশে থাকা,আমার বাবার প্রিয় এলাকাবাসীর প্রতি সহয়তা করা। তারাই ধারাবাহিকতায় বন্যাদূর্গত মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।
তিনি আরো বলেন দলমত সবার উর্দ্ধে,উঠে আসুন যার যার সাধ্যমত বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে সহযোগীতা করি।

সোমবার (১৫ জুলাই) সকাল থেকে বিকাল অবদি দোহাজারী পৌরসভাস্থ গণমাণ্য ব্যক্তিদের সাথে নিয়ে বন্যাদূর্গত এলাকা পরিদর্শন ও চাউল বিতরণ করেন।

ছবি: বন্যাকবলিত এলাকা পরিদর্শনে আলহাজ্ব আফজাল মিয়া ফাউন্ডেশন

এ সময় উপস্থিত ছিলেন মরহুম আলহাজ্ব আফজল মিয়া সাওদগর ফাউন্ডেশনের মৌলানা আলহাজ্ব খোরশেদ আলম রেজবী, মনছপ আলী , মরহুম আফজল মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দোহাজারী পৌরসভা যুবলীগ আহবায়ক এবং দোহাজারী রায়জোয়ারা ইসলামিয়া নজিরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার সভাপতি আলহাজ্ব মোঃ মনসুর আলী ফয়সাল
চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগ অর্থ সম্পাদক এম.ফয়েজ আহমদ টিপু হাশিমপুর ইউনিয়ন যুবলীগ আহবায়ক সাইফুল ইসলাম, ব্যবসায়ী শফিউল আলম পারভেজ প্রমুখ।