রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

বন্যাদুর্গত প্রতিবেশীদের সহযোগীতায় এগিয়ে আসলেন এক প্রবাসীর “মা”

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৭ জুলাই, ২০১৯

বিশেষপ্রতিনিধি,মোঃকামরুল ইসলাম মোস্তফা (চট্টগ্রাম)

টানা নয় দিনের অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কারনে চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় শঙ্খনদী তীরবর্তী ৭নং ওয়ার্ডের কিল্লাপাড়া এলাকায় পানিবন্দী হয়ে পড়া বানভাসি মানুষের মাঝে ত্রান বিতরণ করছেন দোহাজারী কিল্লাপাড়া এলাকার রেমিটেন্স যোদ্ধা প্রবাসী হেলাল ও বেলালের রত্নগর্ভা ‘মা’।
নিজ এলাকার মানুষ পানিবন্দী, মানুষের অসহনীয় দূর্ভোগ দেখে যোগাযোগ করলেন প্রবাসে থাকা ছেলেদের সাথে। নিজ এলাকার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ছেলেদের নির্দেশ দিলেন। মায়ের আদেশ পালণ ও আর্তমানবতার সেবায় নিজেদের সামর্থ্য অনুযায়ী টাকা পাঠালেন ছেলেরা। ছেলেদের পাঠানো টাকায় ত্রাণসামগ্রী নিজ হাতে প্রতিবেশীদের মাঝে বিতরণ করলেন রত্নগর্ভা এই ‘মা’।