শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চন্দনাইশে এইচএসসিতে পাশের হার ৬০.৬৫%, আলিমে ৯৫.০৮% ও কারিগরি (ভোকেশনাল) ৯৭.৬২%

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৭ জুলাই, ২০১৯

মো. নুরুল আলম, চন্দনাইশ(চট্টগ্রাম) :

চন্দনাইশ উপজেলায় এইচএসসি, আলিম ও কারিগরি (ভোকেশনাল)পরীক্ষায় বিগত পরীক্ষার ফলাফলকে পিছনে ফেলে এবার সেরা সাফল্যে অর্জন পাশের হারের চমক দেখিয়েছে কারিগরি (ভোকেশনাল)।

এবার পরীক্ষায় এইচএসসিতে পরীক্ষা দিয়েছে ২হাজার ৪শত ৪২ জন, পাশ করেছে ১ হাজার ৪শত ৮১ জন, পাশের হার ৬০.৬৫%, জিপিএ-৫ পেয়েছে ৭ জন। আলিম পরীক্ষা দিয়েছে ৩০৫ জন, পাশ করেছে ২৯০ জন ও পাশের হার ৯৫.০৮%,জিপিএ-৫ পেয়েছে ২জন ও কারিগরি (ভোকেশনাল) পরীক্ষা দিয়েছে ১২৬,পাশ করেছে ১২৩ জন,পাশের হার ৯৭.৬২%,জিপিএ-৫ কেউ পাইনি বলে জানিয়েছেন চন্দনাইশ উপজেলার মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়।