নিউজ ডেস্ক:
নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারে পাল্লা দিয়ে মোটরসাইকেলের চালানোর সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই তরুণের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন।
নিহতরা হলেন- রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের বাসিন্দা মো. আব্বাস আলী (১৯) ও চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের মাঝির পাড়া এলাকার বাসিন্দা মো. মুন্না (১৮)।একই ঘটনায় আহত রাফি (২২) ও রিফাতকে (২২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিদর্শক জহিরুল হক ভুঁইয়া।
মঙ্গলবার রাত ১০টার দিকে ফ্লাইওভারের মুরাদপুর অংশে এই দুর্ঘটনা ঘটে বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল হক ভুঁইয়া জানান।
জানা গেছে, ফ্লাইওভারের মুরাদপুর অংশে দাড়ানো অবস্থায় থাকা একটি নষ্ট ট্রাকে পেছন দিক থেকে বেপোরোয়া গতিতে পাল্লা দিয়ে আসা দুটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এক পর্যায়ে একটি মোটর সাইকেল ট্রাকের নিচে ঢুকে পড়ে এবং অপরটি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে দুরে ছিড়কে পড়ে। এ সময় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি