রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

ক্যাবল কারের সিনেমা শুটিং করতে বিদেশ নয় রাঙ্গুনীয়ায় আসতে হবে- তথ্যমন্ত্রী

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ জুলাই, ২০১৯

মুহাম্মদ জমির উদ্দীন,রাঙ্গুনীয়া
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন,দেশ এখন ডিজিটাল। বদলে গেছে সারা দেশ, বদলে গেছে রাঙ্গুনীয়া। আমরা আগে সিনেমায় ক্যাবল কার দেখেছি,নায়ক নায়িকা ক্যাবল কার নিয়ে হিন্দি সিনেমায় গান করে যা থাইলেন্ড কিংবা সিঙ্গাপুরে।আজ যদি ক্যাবল কার নিয়ে বাংলা সিনেমার শুটিং করতে চাই তাহলে রাঙ্গুনীয়া আসতে হবে।আগে ছিল দুই কিলোমিটার এখন আরো দুই কিলোমিটার বাড়ানো হবে আসা যাওয়া মোট চার কিলোমিটার।দেশ এখন পরিবর্তনের পথে এই পরিবর্তন অনেকে সহ্য করতে পারেনা। শনিবার (২৭ জুলাই) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা ডা. মোহাম্মদ সেলিম ও আকতার হোসেন খাঁনের যৌথ সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশনে উদ্বোধকের বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।
প্রধান বক্তার বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামীলীগ নেতা স্বজন কুমার তালুকদার, মিরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, রাঙ্গুনিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, রাউজানের উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার বাবুল, রাঙ্গুনিয়ার মেয়র মোহাম্মদ শাহজাহান সিকদার, জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী, জহির আহমদ চৌধুরী, আবুল কাশেম চিশতি, বেদারুল আলম চৌধুরী বেদার, ইফতেখার হোসেন বাবুল, ইদ্রিস আজগর, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, ছাদেকুন নুর সিকদার, নজরুল ইসলাম তালুকদার, গিয়াস উদ্দিন খাঁন প্রমুখ।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামীলীগ গণমানুষের দল। এই দলকে যে কেউ সমর্থন করতে পারে। কিন্তু নেতৃত্বের আসনে যে কাউকে আমরা বসাতে পারি না।যারা দলের দুঃসময়ে বুকে পাথর বেঁধে আওয়ামীলীগ করেছে তাদেরকে মূল্যায়ন করা হবে।এখন সবাই আওয়ামীলীগের নৌকায় উঠতে চায়। কিন্তু নৌকায় আমরা সবাইকে নেব না। আমাদের নৌকা ইতিমধ্যে ভরপুর হয়ে গেছে। যারা পিঠ বাঁচানোর জন্য নৌকায় উঠতে চান তাদের নেয়া যাবে না।তিনি আরো বলেন,বাংলাদেশ এখন চাল আমদানির দেশ নয়,চাল রপ্তানির দেশ।এবারে দুই লক্ষ মেট্রিক টন চাল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছি।দেশকে দরিদ্র মুক্ত করতে সক্ষম হয়েছি।দেশ এখন পরিবর্তন হয়েছে।যারা দেশের মধ্যে ছেলে ধরা নামে,বিদ্যুৎ থাকবেনা এমন গুজব সৃষ্টি করছে তাদের প্রতিহত করুন।গুজব রটানোর মূল হোতা লন্ডনে।লন্ডন আর নয়াপল্টন গুজবের কারখানা।গুজব যারা রটিয়েছে তাদের শাস্তির ব্যবস্হা করা হবে।আর যারা আইনকে হাতে তুলে নিবে তাদের নামে হত্যা মামলা করা হবে। তাই এ ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।শেষে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে সিরাজুল ইসলাম চৌধুরীকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারকে সাধারন সম্পাদক পদে নির্বাচিত করা হয়।