রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

আহমদ ছফারা অমর তারা গল্প সাহিত্য উপন্যসের পাতায় বেঁচে থাকবে চিরকাল

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ জুলাই, ২০১৯

এমএহামিদঃ
নিজ মাতৃভূমি, যেখানে ছাত্র জীবনের পড়ালেখা করেছে এসএসসি পাস করেছে সেই প্রাণের বিদ্যাপীঠ
গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয় স্মৃতিবিজড়িত মাঠে কানায় কানায় পরিপূর্ণ
ভক্তদের উপস্থিতিতে বাংলা ভাষার কিংবদন্তী লেখক বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবি (মৌলবী আহমদ ছফা)সাহিতিক আহমদ ছফার ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষকে বিকাল ২টা ৩০মিনিটে সাহিতিক আহমদ ছফার জন্মস্থান চন্দনাইশের গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন তারই ভক্ত লেখক, সাহিতিক চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মুহাম্মদ আবদুল মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে বলেন,
তিনি ছিলেন সাহিত্যিক, কবি , সাংবাদিক , প্রবন্ধকার ছিলেন, তিনি অনেক কিছুই ছিলেন। সবাই উনাকে মৌলবী আহমদ ছফা বলে চিনতেন।
তিনি বুদ্ধিজীবিদের বুদ্ধিজীবি ছিলেন তিনি সাদাকে সাদা বলতেন।আহমদ ছফারা অমর তারা গল্প সাহিত্য উপন্যসের পাতায় বেঁচে থাকবে চিরকাল। তিনি আরো বলেন

চট্টগ্রামে তিন-তিনটি আ আছে,প্রথম (আ) অধ্যাপক আবুল ফজল, দ্বিতীয় (আ)আহমদ শরীফ এবং শেষ (আ) আহমদ ছফা। এ তিনজন মহান মানুষ বাংলা সাহিত্যে আমাদের সংস্কৃতিতে আজীবন বেঁচে থাকবে।

২৭জুলাই রোজ শনিবার সাহিত্যিক আহমদ ছফা স্মরণসভা পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার আ ন ম বদরুদ্দোজা।
স্মরণসভা পরিষদের সদস্যসচিব নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহব্বায়ক শিক্ষক শাহাজাহান আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা, সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা, সাবেক মহিলা কাউন্সিলর অ্যাড. রেহেনা বেগম রানু, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার একরাম হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, লেখক ও গবেষক শামসুল আরেফীন, একাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আলম মামুন, ডা. আবু রাশেদ মো. নুরুদ্দীন, বিষ্ণু যশা চক্রবর্ত্তী, সওয়ার আহসান, মোহাম্মদ মতিন, ছৈয়দ শিবলী ছাদেক কপিল, মাওলানা মোজাহেরুল কাদের, যিতেন্দ্র নাথ বড়ুয়া, শিক্ষক গাজী বোরহান উদ্দীন, আবুল বশর, অনুপম চক্রবর্ত্তী, শওকতুল ইসলাম প্রমুখ।
উপস্থিত ছিলেন, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক, মাদ্রাসার অধ্যক্ষ সহ-অধ্যক্ষ, ছাত্র-ছাত্রী অভিভাক বৃন্দ।
আলোচনা শেষে প্রধান অতিথিএবং উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলেদেন।