রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চন্দনাইশের বৈলতলীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত ১, আহত ৪

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ জুলাই, ২০১৯

নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈরতলী ইউনিয়নের জাফরাবাদ এলকায় বিদ্যুৎতাড়িত হয়ে শাহীন আলম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন।

রবিবার (২৮ জুলাই) সকালে উপজেলার বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ সিনিয়র মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন আলম কুড়িগ্রাম জেলার চিলমাড়ি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইনরিচ আলীর ছেলে।

আহতরা হলেন- কুড়িগ্রাম উপজেলার চিলমাড়ি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের শফিকুল ইসলাম (২৩), শাহেদ (২৫), জেনারুল ইসলাম (২২) ও নুরুল আলম (৩০)।

বৈলতলী ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এয়াকুব মিয়া জানান, চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ৭ ও ৮নম্বর ওয়ার্ডের প্রধান সড়কের পাশে খাম্বা গেঁড়ে ইন্টারনেট ওয়াই-ফাই সংযোগ লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত টিএইচও ডা. আবু রাশেদ মো. নুরুদ্দীন বলেন, রবিবার সকালে শফিকুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট শাহীন আলমকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। হাসপাতালে আনার আগেই শাহীন আলমের মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্ত্তী জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য চমেকে পাঠানো হয়েছে।