রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব বীরোচিত সংবর্ধনা দিল সিজেকেএস

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩১ জুলাই, ২০১৯

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান।এদেশের আবাল বৃদ্ধ বণিতা সহ পুরো বিশ্বের যাকে চিনে মিঃ অলরাউন্ডার নামে।
সদ্য সমাপ্ত ইংল্যান্ড বিশ্বকাপ যাকে চিনেছে পুরোদমে।দলগত পারফর্ম্যান্স ভালো না করলেও ব্যক্তিগতভাবে উজ্জ্বল ছিলেন মিঃ অলরাউন্ডার।দুটি সেঞ্চুরী সহ করেছেন ৬২৬ রান বলহাতে নিয়েছেন ১১টি উইকেট।এই‌ অলরাউন্ড নৈপুণ্যে পুরো ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে আলোচনায় আসেন সাকিব আল হাসান।এই পারফর্ম্যান্সের কারণে সাকিবের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট দুনিয়া।এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) এর পক্ষ থেকে গতকাল বিকালে নগরীর এম এ আজিজ ষ্টেডিয়ামে এক বিশাল সংবর্ধনার আয়োজন করা হয়।এতে সিজেকেএস সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ।সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের টি ২০ ও টেষ্ট অধিনায়ক সাকিব আল হাসান ।এ সময় সাকিবকে নগর চাবি উপহার দেন নগরপিতা।সংবর্ধিত অতিথি হিসেবে সাকিব আল হাসান বলেন সকলের দোয়া ও ভালোবাসার কারণেই তিনি এই পারফর্ম্যান্স করতে পেরেছেন।আগামীতেও সকলের দোয়া ও ভালোবাসায় নিজেকে আলো মেলে ধরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।সর্বশেষে চট্টগ্রামের বিভিন্ন ক্রীড়া একাডেমীর খেলোয়াড়দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মিঃ সাকিব।সেই সাথে চট্টগ্রামে ক্রিকেটের উন্নয়নে যা যা করা দরকার সেই সব করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন সাকিব আল হাসান।