রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

লোহাগাড়ায় গ্রাম পুলিশ কর্তৃক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের চেষ্টা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯

মোঃ এরশাদ অালম: লোহাগাড়া

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ায় গভীর রাতে গ্রাম পুলিশের এক কর্মকর্তাসহ দু’জন মিলে একজন মানসিক ভারসাম্যহীন নারীকে অাখ ক্ষেতে নিয়ে গণধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।

গতকাল ৪আগস্ট গভীর রাতে উপজেলার পদুয়া ২নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।

অভিযুক্ত গ্রাম পুলিশের নাম আমির হোসেন (৪২) সে পদুয়া ২নং ওয়ার্ড নয়াপাড়ার মৃত আশরাফ মিয়ার পুত্র।
ভারসাম্যহীন নারীর নাম নাছিমা আক্তার (১৮) সে কুমিল্লা জেলার মুরাদনগর এলাকার বলে জানাগেছে।

এলাকার সুত্রে জানা গেছে গতরাত প্রায় ৩টায় নয়াপাড়ার পাশে অাখ ক্ষেত থেকে ভারসাম্যহীন নারীর চিৎকার শুনতে পেলে স্থানীয় কয়েকজন যুবক এগিয়ে যায়, স্থানীয়দের যাওয়া টের পেয়ে ভারসাম্যহীন নারীটিকে রেখে দু’জন মানুষ পালিয়ে যায়, পালানোর সময় টর্চলাইটের অালোতে গ্রাম পুলিশ অামির হোসেনকে দেখে ফেলেন স্থানীয়রা।

ঘটনাটি চারিদিক ছড়িয়ে পড়লে
আজ সকালে পদুয়ার সাবেক চেয়ারম্যান, নয়াপাড়ার কৃতি সন্তান লিয়াকত অালী চৌধুরী গ্রাম পুলিশ অামির হোসেনকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন, জিজ্ঞাসা শেষে উক্ত ঘটনার সত্যতা পেয়ে দু’জনকেই পদুয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান জহির উদ্দিনের কাছে সোপর্দ করেছে এলাকাবাসি।
পরে সেখান থেকে লোহাগাড়া থানা পুলিশের হাতে তুলে দেন।

তবে সাথে থাকা সহযোগী বদমাইশটা পালিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

রিপোর্ট লিখা পর্যন্ত (ভিকটিম) ভারসাম্যহীন নারী এবং গ্রাম পুলিশ অামির হোসেন থানার হেফাজতে রয়েছে।

স্থানীয় সুত্রে অারো জানাযায়,
ঘটনার রাতে পদুয়া তেওয়ারীহাটে ভারসাম্যহীন ওই নারী ঘুরাফিরা করেছিল, তখন গ্রাম পুলিশ অামির হোসেনের নজরে পড়লে আমির হোসেন কৌশলে সিএনজি করে নয়াপাড়ার পুর্বপাশে অাখ ক্ষেতে নিয়ে যায়, সেখানে অবস্থানরত অারো একজন বদমাইশ আমির হোসেনের সাথে যোগদেন, তারা দু’জন মিলে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি চিৎকারে এলাকাবাসি এগিয়ে অাসলে দুই বদমাইশ পালিয়ে যায়।
এঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

লোহাগাড়া থানার ওসি (তদন্ত) জহির উদ্দিন সাংবাদিক জানান এব্যাপারে থানায় মামলা রুজুর পক্রিয়া চলছে।