আজ ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
এমএহামিদঃ অর্ধশত বছর সাফলতার সাথে ব্রাক ব্যাংক সক্রিয়াভাবে কাজ করার পর ব্র্যাকের আবেদ আবসরে নতুন চেয়ারম্যান জিল্লুর রহমান, অবসরে গেলেন স্যার ফজলে হাসান আবেদ।
চেয়ারম্যানের পদটি
ছাড়লেন সংস্থার পদ ছেড়ে বাংলাদেশ তথা বিশ্বের সর্ববৃহৎ এনজিওটিতে সম্মানসূচক চেয়ার এমেরিটাস পদে অধিষ্ঠিত হচ্ছেন তিনি। গত৬আগষ্ট মঙ্গলবার ঢাকায় ব্র্যাংক সেন্টারে এক নৈশভোজ অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্যার ফজলে হাসান আবেদএর বিদায়ে ব্র্যাকের পরিচালনা পর্ষদে চেয়ারপার্সনের পদে আসছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষাও ব্যানিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
ব্র্যাক ইন্টারন্যাশনালের চেয়ারপার্সনের পদে আসছেন জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি জেনারেল আমিরা হক। চেয়ারপার্সনের বিদায়ের সঙ্গে ব্র্যাকের পরিচালনা পর্ষদে আরো সাতটি পদেও পরির্বতন এসেছে বলে উক্ত অনুষ্ঠানের জানানো হয়। পরির্বতন এসেছে ইন্টারন্যাশনালের পরিচালানা পর্ষদের।