রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

কাল রাজনীতিবিদ সমাজসেবী এম ওয়াহিদুজ্জামান চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী ৯আগষ্ট স্মরণসভা চট্টগ্রাম চট্টগ্রাম জেলা পরিষদ হলরুমে

প্রকাশিত হয়েছে- বুধবার, ৭ আগস্ট, ২০১৯

মো. নুরুল আলম,চন্দনাইশ ঃ
বিশিষ্ট রাজনীতিবিদ,দেশপ্রেমিক, সমাজসেবী, বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম জননেতা এম ওয়াহিদুজ্জামান চৌধুরীর ৮আগষ্ট ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষ্যে ৯ই আগষ্ট রোজ: শুক্রবার বিকেল ৩ঘটিকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের উদ্যোগে চট্টগ্রাম জেলা পরিষদ হলরুমে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

উক্ত স্মরণ সভায় দেশবরেণ্য রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক, সাংবাদিক মরহুম এম ওয়াহিদুজ্জামান চৌধুরীর জীবন কর্মের উপর আলোচনায় অংশগ্রহণ করবেন।

উক্ত স্মরণ সভায় আগ্রহী ও সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মরহুম এম ওয়াহিদুজ্জামান চৌধুরী’র সুযোগ্য সন্তান চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক চৌধুরী তানভীর।

উল্লেখ্য যে, রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, পরিচ্ছন্ন সমাজকর্মী এম ওয়াহিদুজ্জামান চৌধুরী ১৯৫৫ সালের ১২ই ফেব্রুয়ারি দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চৌধুরী পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

রাজনীতির ইতিহাসে বর্ণাঢ্য জীবনের অধিকারী এম ওয়াহিদুজ্জামান ২০১৩ সালের ৮ আগস্ট মৃত্যুবরণ করেন।