শুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -|- ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-শীতকাল -|- ১লা শাবান, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

কবিতা ( দুর্নীতি)

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯

দুর্নীতি
মুহাম্মদ জাহাঙ্গীর দোহা

যখন যেখানে ঘুষ চাইবে
আমরা দিতে বাধ্য;
প্রতিবাদের উঠলে কথা
বলি, ওটা কার সাধ্য!

ছোটবেলায় সবজি ফলে
জানতাম কত ভিটামিন;
এখন দেখি এসব কিছু
রসে ভরা ফরমালিন!

দেশ পেলাম, ভাষা পেলাম
সব দিয়েছে রাজনীতি;
ওটাই এখন ছড়িয়ে দিচ্ছে
মনের ভিতর খাস ভীতি!

সবকিছুতে কেমন যেনো
হয়ে গেছে গা সওয়া;
পুতুল কোলে ভাবছে মেয়ে
এটাই বুঝি মা হওয়া!

আর হবে না রোগটা এখন
দিচ্ছে টিকা পোলিও;
দুর্নীতিরও লাগবে টিকা
উপর মহলে বলিও!

সকল পাপের পিতা শত
জননীর নাম দুর্নীতি;
চলো একবার গর্জে উঠি
বদলে দিই এই রীতি!