রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মুহাম্মদ ফয়সাল আল মনচুর

প্রকাশিত হয়েছে- সোমবার, ১২ আগস্ট, ২০১৯

দেশের সর্বস্তরের জনগণএবং দোহাজারী পৌরবাসীসহ সবাইকে ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার যুবলীগের আহব্বায়ক মরহুম আফজল সাঃ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ফয়সাল আল মনচুর।
হৃদয়ে চট্টগ্রাম সংবাদকে মনচুর শুভেচ্ছা বার্তায় বলেন,বিশ্বে সর্ববৃহৎ
মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহা নিয়ে আসুক দেশএবং প্রবাসে সকলের আনন্দ বার্তা আনন্দিত হোক প্রতিটিমুহুর্তে সুখ শান্তিময় হয়ে উঠুক প্রতিটিমুহুর্ত।তিনি আরো বলেন, ত্যাগেই প্রকৃত সুখ, ত্যাগের মাধ্যমে বিশ্বনেতারা আজ স্মরণীয় বরণীয় । ঈদ-উল-আযহার এই দিনে প্রতিটি পশুকোরবানী হোক মহান আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে। আর এই কোরবানি মানুষের অন্তরকে হিংসা লোভলালসা থেকে মুক্ত করে।
মানবতা, পারস্পরিক সম্প্রীতি সমাজে ধনী, গরীব নির্বিশেষে সকল মুসলমান যেন ঈদের আনন্দ সমানভাবে ভাগাভাগি করে মহান সৃষ্টিকর্তার কাছে সবার জন্য এদোয়া রাখি। পবিত্র ঈদুল আযহার উপলক্ষে দেশে বিদেশে অবস্থানরত চন্দনাইশ সহ দোহাজারী পৌরসভার আমার সকল শুভাকাংখী, শুভানুধ্যায়ী, আমারসহ যোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও সুধী মহলসহ সকল শ্রেণির মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন সহ ঈদ মুবারক জানাচ্ছি।

এ প্রত্যাশা করি।
ড. নদভী সাহেব বলেন, শুধু পশু কোরবানী নয়, কোরবানী হোক সকল অসমতা, হিংসা-বিদ্ধেষের। জেগে উঠুক মানবতা, পারস্পরিক সম্প্রীতি। ধনী, গরীব নির্বিশেষে সকল মুসলমান যেন ঈদের আনন্দ সমানভাবে ভাগাভাগি করে এ প্রত্যাশা করি।
তিনি আরও বলেন, পবিত্র ঈদ-উল-আযহা সুমহান ত্যাগের মহিমার এক অনন্য দৃষ্টান্ত। কোরবানীর মধ্য দিয়ে আল্লাহর প্রতি ত্যাগের মহান আদর্শ স্থাপিত হয়। এই কামনায় আমি পবিত্র ঈদুল আযহার উপলক্ষে দেশে বিদেশে অবস্থানরত আমার সকল শুভাকাংখী, শুভানুধ্যায়ী, আমারসহ যোদ্ধা, সাংবাদিক ও সুধী মহলসহ সকল পেশাজীবি সকলের প্রতি সালাম শ্রদ্ধা ও ভালোবাসাপূর্ন
“ঈদ মোবারক”
আসুন সকলে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে নিজেকে পরম করুনাময়ের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনে নিয়োজিত করি, আল্লাহ আমাদের সকলের কোরবানি কে কবুল করুন। সকলের সু-স্বাস্থ্য, নেক হায়ত কামনা করছি। দোয়ার দরখাস্ত পেশ করে আবারো সকলকে জানাচ্ছি ঈদ মোবারক।