রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

হৃদয়ে দিয়াকুল ও আশ্রয়ণ প্রকল্প যুব সংঘের ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি-১৯ সম্পন্ন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯

রিপোর্ট মো:সাইমুন,চন্দনাইশ(চট্টগ্রাম)
ডেঙ্গুর বিরুদ্ধে, চল যাই যুদ্ধে এই স্লোগানে ১৩ই আগস্ট
সামাজিক সংগঠন হৃদয়ে দিয়াকুল এর সার্বিক সহযোগিতায় আশ্রয়ণ প্রকল্প যুব সংঘের আয়োজনে চন্দনাইশ দোহাজারী পৌরসভার
দিয়াকুল,আশ্রয়ণ প্রকল্প এলাকায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি সম্পন্ন হয়।

কর্মসূচির শুরুতে আলোচনা সভায় হৃদয়ে দিয়াকুল এর উপদেষ্টা ডা.নোবেল বড়ুয়া, সাধারণ সম্পাদক মোঃসাইমুন, যুব সংঘের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃজাহেদুল ইসলাম বক্তব্য রাখেন।
হৃদয়ে দিয়াকুল এর সাধারণ সম্পাদক মোঃসাইমুন বলেন দেশ আমাদের, দায়িত্বও আমাদের। অনুরূপ ভাবে গ্রাম আমাদের, দায়িত্বও আমাদের। ডেঙ্গু মশা বাহিত রোগ, এডিস মশার কারণে সারা দেশে ছড়িয়ে পড়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। এর জন্য যুব সমাজ ততা সবাইকে নিজ নিজ দায়িত্ববোধ থেকে এগিয়ে আসার আহ্বান জানান। সেবামূলক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের প্রতি বিনামূল্যে মশক নিধন মেশিন বিতরণ করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বক্তারা ডেঙ্গু রোগের লক্ষণ,রোগ প্রতিরোধে করণীয়, এডিস মশার উৎপত্তি স্থান ও ধংশের পদ্ধতি নিয়ে আলোচনা করেন।

এই সময় হৃদয়ে দিয়াকুল এর সহ সাধারণ সম্পাদক হিরো দাশ,অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন,সহ কার্যকরী সদস্য আব্দুল্লাহ আল নোমান, জাকের হোসেন, মোঃ রাশেদ ও আশ্রয়ণ প্রকল্প যুব সংঘের কমিটি মেম্বার মহি উদ্দিন, জাবেদুল ইসলাম, মিজানুর রহমান সদস্য মোরশেদ, সাকিব মিয়া,নয়ন,শহিদ,করিম,সাকিব,কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় এলাকার জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও মশক নিধন মেশিনের সাহায্যে ঔষধ ছিটানো হয়।