আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
মুহাম্মাদ সাঈদুল ইসলাম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
বুধবার (১৪আগষ্ট ২০১৯) সকাল ১১ টায় বাঁশখালী উপজেলা পরিষদের মসজিদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করণের লক্ষ্যে বিনামূল্যে রুই মাছের পোনা বিতরণ কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে বিনামূল্যে রুই জাতীয় পোনা বিতরণ কর্মসুচী অনুষ্ঠান উপজেলা মৎস্য অফিসার মাহবুবুর রহমান এর সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, অর্থমন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম বাঁশখালী ১৬ আসনের সাংসদ সদস্য আলহাজ্জ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহীকর্মকর্তা মোমেনা আক্তার, ও বাঁশখালী থানা পুলিশ, উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ সহ অনেকেই।