রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

হিসেব – টুম্পা ভট্টাচার্য্য

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৪ আগস্ট, ২০১৯

অতল শূণ্য কিংবা মহাকাশ
হাজারো গ্যালাক্সি অনায়াসে
করতে পারে ধারণ।

আমিও করেছি তাই…
এ হৃদয়ে এটুকু হয়নিতো কম।

সীমাহীনে সীমানা টানবে কি করে?

ব্যর্থ নয় জেনে নিও
পারো যদি মেপে দেখো..
পাবে না একতোলাও কম।

হিসেব করতে চাও?কর তবে..
কতটা নক্ষত্রের বিনিময়ে
দিতে পারো চাঁদটাকে?
দেখলে তো!!

যোগ বিয়োগের হিসেব রয়ে গেলো
ঠিকই মহাকাশে।

এনে দিতে পারো হাজারো গ্যালাক্সি
তবুও বাসতে ভালো হবে না
একচুলও কম।