আজ ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
মো.নুরুল আলম,চন্দনাইশ বিশেষ প্রতিনিধি চট্টগ্রামঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চন্দনাইশ পৌরসভা শাখার আওতাধীন ৮নং ওয়ার্ড শাখার কাউন্সিল ও প্রতিনিধি-১৯ সম্মেলন গতকাল ১৪ আগষ্ট বুধবার সকাল ৯:৩০ টায় দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চন্দনাইশ পৌরসভার ০৮ নং ওয়ার্ড শাখার ছাত্রসেনার সদ্য বিদায়ী সভাপতি মুহাম্মদ জামাল উদ্দীন সভাপতিত্বি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ পৌরসভা ০৮নং ওয়ার্ডের সভাপতি জননেতা মুহাম্মদ আবদুর রহিম সওদাগরের উদ্ভোধনী বক্তব্যের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সহ-দপ্তর সচিব জননেতা মাওলানা মুহাম্মদ আবদুল হাকিম।
বিশেষ অতিথি ছিলেন বদলর পাড়া শাহী জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ইয়াছিন আরাফাত রুবেল।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চন্দনাইশ পৌরসভা শাখার সহ সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মহিউদ্দিন মুন্না।
বিশেষ বক্তা ছিলন পৌরসভার অর্থ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ আরমান হোসাইন ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ জিসাদ উদ্দিন।
প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিলের আগত বক্তারা তাদের বক্তব্যে বলেন– “ইসলামের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। বাতিল পন্থিরা ইসলামের ব্যানারে যুব সমাজকে জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত করছে আর এই প্রতিকুল সময়ে ছাত্রসেনায় হল একমাত্র মুক্তির সোপান।”
উক্ত কাউন্সিল অধিবেশনে ছাত্রসেনা চন্দনাইশ পৌরসভার সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ আবদুল হামিদ নির্বাচন কমিশনারের ভুমিকায় ২০১৯-২০ সেশনের জন্য ছাত্রনেতা মুহাম্মদ মিজানুর রহমানকে (সভাপতি),মুহাম্মদ সাহাব উদ্দিনকে (সাধারণ সম্পাদক) ও মুহাম্মদ মন্জুরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন।