স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৪ তম
শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার একমাত্র নারীশিক্ষা প্রতিষ্ঠান দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে পালন করা হয়েছে।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু পাকিস্তানিদের শোষণ ও পরাধীনতা থেকে মুক্ত করে একটি স্বাধীন দেশ এনে দিয়েছেন। নয় মাস রক্তক্ষয় যুদ্ধের পর স্বাধীন বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে পরিণত করতে যখন কাজ শুরু করেছেন তখনই দেশে লুকিয়ে থাকা হানাদার বাহিনীর অনুসারিরা ৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করে।
সিনিয়র শিক্ষক আশীষ কুমার চৌধুরীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন দোহাজারী জামিজুরী বালিকা
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্ত্তী
প্রধান অতিথি ছিলেন ত্রৈমাসিক দোহাজারী আলোকিত ম্যাগাজিনের সম্পাদক মৌলানা আলহাজ্ব আবদুল গফুর রব্বানী বিশেষ অতিথি ছিলেন অত্রবিদ্যালয়ের অভিভাবক সদস্য মানবাধিকার কর্মী এমএহামিদ ডিরার, সহকারী প্রধান শিক্ষক শাহানা বেগম,রেহেনা বেগম, সুভাষ কান্তিধর, আছাদুল হক,জাহিদুরনেছা, টিংকুরানী ভট্টাচার্য,সোমা মুখার্জী,
রনজিত সরকার,গুলশান আরা বেগম,আফরোজা সুলতানা,আবদুল করিম, নিপু,আবুল কালাম,আবদুল হাফেজ প্রমূখ।
আলোচনা ওদোয়া মাহাফিল শেষে কবিতা আবৃত্তি,রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।