রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চন্দনাইশে ছৈয়দ মোঃ পাড়া রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯

মো. নুরুল আলম,চন্দনাইশ (চট্টগ্রাম)ঃ

যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালন করেছে চন্দনাইশ পৌরসভাস্থ ছৈয়দ মোঃ পাড়া রহমানিয়া আহমদিয়া এ,এস সুন্নিয়া দাখিল মাদ্রাসা, হেজফখানা ও এতিমখানা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গনে ছৈয়দ মোঃ পাড়া রহমানিয়া আহমদিয়া এ,এস সুন্নিয়া দাখিল মাদ্রাসা, হেজফখানা ও এতিমখানা পরিচালনা পরিষদের সহ-সভাপতি মহিউদ্দিন খোকনের সভাপতিত্বে মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আবদুল মালেক এর পরিচালনায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও কীর্তির ওপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিশিষ্ট ব্যাংকার মোঃ আবদুল শুক্কুর।

প্রধান বক্তা ছিলেন মাদ্রাসার পরিচালনা পরিষদের সম্পাদক মোঃ আবদুর রহিম সওদাগর। বক্তব্য দেন মাদ্রাসার পরিচালনা পরিষদের অর্থ সম্পাদক আবদুর রশিদ, মাদ্রাসার পরিচালনা পরিষদের সিনিয়র সদস্য
কাজী মোঃ হোসাইন প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু একজন মৃত্যুঞ্জয়ী মহাপুরুষ, নির্ভীক দেশপ্রেমিক। একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে এ মহান নেতা বাংলাদেশ স্বাধীন করেছেন। মা, মাটি, মাতৃভূমির অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়ে এ ধার্মিক মহাপুরুষ নির্যাতিত-নিপীড়িত বাঙালির স্বাধীনতা ও মুক্তি অর্জনের লক্ষ্যে তার জীবন উৎসর্গ করে গেছেন। তাই প্রতিটি বাঙালির হৃদয়ে তার চেতনা বহমান এবং চিরঞ্জীব মহাপুরুষ বঙ্গবন্ধু বাঙালির অন্তহীন প্রেরণার উৎস। তিনি বলেন, চক্রান্তকারীরা জঙ্গিবাদ ও সন্ত্রাসের মাধ্যমে নতুন করে চক্রান্তের জাল বিস্তার করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সকল চক্রান্ত জঙ্গি-সন্ত্রাস প্রতিহত ও প্রতিরোধের মাধ্যমে উন্নয়নের চাকা সচল রাখতে হবে।

প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন, মৃতদের জন্যে দোয়া করা ছাওয়াবের কাজ। এতে জীবিতরাও উপকৃত হোন। কবর জিয়ারতে জীবিত ও মৃত উভয়েরই আমলে নেক লিখা হয়। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির প্রিয় ব্যক্তি।তাঁর ডাকে তৎকালীন বাঙালি জাতি পাক-হানাদার বাহিনীকে পরাজিত করেন। সেদিনের যুদ্ধে বাঙালি জাতি পেয়েছে লাল সবুজের পতাকার একটি বাংলাদেশ।

আলোচনা সভায় সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ স্বাধীন হত না। যার মাধ্যমে আজ বাঙ্গালী জাতি বিশ্বের মানচিত্রে স্থান পেয়েছে। বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তারা ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট যারা শাহাদাৎ বরণ করেছেন তাদের সকলের রূহের মাগফেরাত কামনার্থে সবশেষে মিলাদ শরীফ আদায়ের পর বিশেষ মোনাজাত পরিচালনা করেন বদলর বাড়ি শাহী জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ইয়াছিন আরাফাত রুবেল ।