রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের বিকল্প নেই

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯

রিপোর্ট: মিজানুর রহমান, চন্দনাইশ(চট্টগ্রাম)
“গড়িব সবুজ বাংলাদেশ” এ স্লোগানকে সামনে নিয়ে “পাক পাঞ্জাতন”এর বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলার ৬ নং বৈলতলী ইউনিয়নের সম্মানীত চেয়ারম্যান এড.আনোয়ার মোস্তফা চৌধুরী দুলাল,উপস্থিত ছিলেন বৈলতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব কবির আহম্মদ সওদাগর,মও.আবুল কাশেম আদ-দায়েমী,সংগঠনের সভাপতি ডা.আব্দুল আওয়াল,সহ-সভাপতি আব্দুর শুক্কুর,সেলিম আজিম,সাধারণ সম্পাদক শওকত হোসন চৌধুরী রিপন,প্রচার সম্পাদক মিজানুর রহমান, নুর মুহাম্মদ,সাজ্জাদ হোসেন,মুহাম্মদ এনাম,মুহাম্মদ মামুন প্রমুখ।

উদ্বোধন কালে ইউপি চেয়ারম্যান এড.আনোয়ার হোসেন চৌধুরী দুলাল বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের বিকল্প নেই। তিনি আরো বলেন”পাক পাঞ্জাতন” সংগঠন যেভাবে সামাজিক কর্মকান্ড করে আসছে তা প্রতিটা সংগঠনের জন্য অনুকরণীয় ,বিশেষ করে ১ নং ওয়ার্ডে ষাট হাজার টাকা ব্যয়ে রাস্তা সংস্কার,বন্যাদুর্গত মানুষের মাঝে প্রথম ত্রান সামগ্রী বিতরণ, জঙ্গিবাদ,যৌতুক ও অযৌক্তিক কাবিন নিয়ে পাক পাঞ্জাতনের সামাজিক আন্দোলন যা সত্যিই প্রশংসার দাবি রাখে।তিনি এসংগঠনের মঙ্গল কামনা করেন।