রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চন্দনাইশে দেশীয় অস্ত্র ও ৫০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ আগস্ট, ২০১৯

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও পিচ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ আগষ্ট) বিকেলে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন চন্দনাইশ থানা পুলিশ। গ্রেফতারকৃত আ. রহমান (৫০) উপজেলার হাসিমপুর ইউনিয়নের উত্তর হাশিমপুর গ্রামের আলী আহাম্মদের ছেলে। সে একজন কুখ্যাত মাদক ব্যবসায়ি বলে জানিয়েছে ওই থানার ওসি কেশব চক্রবর্তী।

প্রেস ব্রিফিংয়ে চন্দনাইশ থানার ওসি কেশব চক্রবর্তী বলেন, মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে গোপন তথ্যে খবর পেয়ে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে আ. রহমানকে পাঁচ শত পিচ এ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ সময় তার কাছে দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়। দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে দু’টি ছোরা, দু’টি চাপাতি, একটি ধামা ও দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়। দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন ব্যবহার করে সে মাদক বেচা কেনার কাজ করতো।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ি আ. রহমানের বিরুদ্ধে একটি মাদক মামলা ও একটি অস্ত্র মামলা রুজু করে ওই দিন বিকেলেই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি কেশব চক্রবর্তী।